Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫,   আষাঢ় ৩০ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৬, ১৩ মার্চ ২০২৩

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের স্কুল ব্যাংকিং কনফারেন্স

কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ। ছবি- আই নিউজ

কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ। ছবি- আই নিউজ

মৌলভীবাজার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আয়োজনে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার (১৩ মার্চ) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ। 

কনফারেন্সে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো. ওয়াসেক আলী্র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার শাখা ব্যবস্থাপক ফখরুল ইসলাম।  গেস্ট অব অনারের বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় ঢাকার অতিরিক্ত পরিচালক প্রজ্ঞা পারমিতা সাহা, সোনালি ব্যাংক আঞ্চলিক অফিস মৌলভীবাজারের এজিএম সুজিত কুমার রায়, জনতা ব্যাংক লিমিটেডের এজিএম এবং মৌলভীবাজার ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল হামিদ প্রমুখ।

কুইজ প্রতিযোগিতায় ৩৯টি বিদ্যালয়ের ৩৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। স্কুল ব্যাংকিং বিষয়ে শিক্ষক ও ছাত্রছাত্রীরা অভিজ্ঞতা বিনিময় করেন।

আই নিউজ/এইচএ 


আই নিউজের ভিডিও গ্যালারীতে দেখুন 

নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর | পাখির চোখে নীলাদ্রি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ