Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১১ মে ২০২৫,   বৈশাখ ২৭ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৮, ২৬ মার্চ ২০২৩
আপডেট: ২১:৪০, ২৬ মার্চ ২০২৩

মৌলভীবাজারে অফিসার্স ক্লাব ও লেডিস ক্লাবের উদ্বোধন

মৌলভীবাজার অফিসার্স ক্লাবের উদ্বোধন। ছবি- আই নিউজ

মৌলভীবাজার অফিসার্স ক্লাবের উদ্বোধন। ছবি- আই নিউজ

মৌলভীবাজারে উদ্বোধন হলো অফিসার্স ক্লাব ও লেডিস ক্লাব। সেই সঙ্গে মৌলভীবাজার পৌর মার্কেটের সম্প্রসারিত উর্ধ্বমুখী ভবনের কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। 

আজ রোববার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৫টায় যথাক্রমে তিনটি প্রতিষ্ঠানের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়। 

অফিসার্স ক্লাবের উদ্বোধন ও পৌর মার্কেটের সম্প্রসারিত উর্ধ্বমুখী ভবনের কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। লেডিস ক্লাবের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি কবিতা ইয়াসমিন। 

এসময় পৌর মেয়র ফজলুর রহমান উপস্থিত ছিলেন।

আরো পড়ুন >>> মৌলভীবাজারে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন

এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, অতিরিক্ত জেলা জেলা ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফ উদ্দীন, জেষ্ঠ্য সহকারী কমিশনার উর্মি রায়, জেষ্ঠ্য সহকারী কমিশনার মীর রাশেদুজ্জামান রাশেদ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সাদিয়া সুলতানাহ জেলা প্রশাসনের সহকারী কমিশনারবৃন্দ। 

আরো পড়ুন >>> মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম

অন্যান্য দফতরের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন খান, পৌর কাউন্সিলর আসাদ হোসেন মক্কু, ফয়সল আহমদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হাসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামসুদ্দিন আহমদ, জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রহিম উদ্দীন তালুকদার প্রমুখ।

জানা গেছে, নিজস্ব ভবনের মধ্য ‍দিয়ে মৌলভীবাজারে প্রথমবারের মতো অফিসার্স ক্লাবের যাত্রা শুরু হয়েছে। একই সাথে লেডিস ক্লাবও পেয়েছে নিজস্ব ভবন।

আই নিউজ/এইচএ 


আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

মেছোবিড়ালের গায়ে স্যাটেলাইট, কোথায় থাকে এই প্রাণী কি খায়- জানা যাবে সব

এই ভিডিওটি দেখতে Watch on YouTube অপশনে ক্লিক করুন

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়