নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৮:৪৮, ১৫ নভেম্বর ২০২৩
মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ীতে আ. লীগের আমলে উল্লেখযোগ্য উন্নয়ন
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। ফাইল ছবি
হাওর, নদী, চা বাগান, সমতল ঘেরা মৌলভীবাজার বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন যাত্রায় পিছিয়ে নেই এই জেলা। জেলার পূর্বদিকে অবস্থান কুলাউড়া, জুড়ী, বড়লেখা উপজেলা। এর মধ্যে জুড়ী ও বড়লেখা নিয়ে মৌলভীবাজার-১ আসন গঠিত।
এ আসনের বর্তমান সংসদ সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি দলের একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা। তিনি চারবারের নির্বাচিত সংসদ সদস্য এবং বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
১৯৮৪ সালে মৌলভীবাজার-১ নির্বাচনী এলাকা গঠিত হয়, যখন বৃহত্তর সিলেট জেলাকে বিভক্ত করে চারটি নতুন জেলা (সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ) গঠিত হয়েছিল। ২০০৮ সাধারণ নির্বাচনের পূর্বে নির্বাচন কমিশন ২০০১ সালে আদমশুমারীর প্রতিবেদন অনুযায়ী জনসংখ্যার বৃদ্ধি প্রতিফলিত করার জন্য এ আসনের সীমানা পূর্ণনির্ধারন করে। জেলার জুড়ী ও বড়লেখা উপজেলা নিয়ে গঠিত হয় মৌলভীবাজার-১ সংসদীয় আসন।
মো. শাহাব উদ্দিন প্রথমে ১৯৯৬ সালে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০৮, ২০১৪ ও ২০১৮ পরপর তিনবার আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে এ আসন থেকে তিনি নির্বাচিত হন। সবমিলে তিনি চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
১৯৯৬ সালে প্রথম বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে বিএনপির হেভিওয়েট প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীকে পরাজিত করে এমপি নির্বাচিত হন মো. শাহাব উদ্দিন।
২০০৮ সালে আবারো সংসদ সদস্য নির্বাচিত হন। সে ধারাবাহিকতায় ২০১৪ সালের দশম জাতীয় সংসদে সংসদ সদস্য নির্বাচিত হন। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন তাঁকে জাতীয় সংসদের হুইপ নির্বাচিত করেন। তখন সফলতার সাথে তিনি এ দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে তিনি পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই মেয়াদে তাঁকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মতো বড় দায়িত্ব দেন প্রধানমন্ত্রী।
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আমলে মৌলভীবাজারে ব্যাপক অবকাঠামোগত ও সার্বিক উন্নয়ন হয়েছে। এরমধ্যে কিছু প্রকল্প উল্লেখযোগ্যভাবে সাধারণ মানুষের জীবনে ভূমিকা রেখেছে।
সম্প্রতি জুড়ী উপজেলার লাঠিটিলা সংরক্ষিত উদ্যানকে ঘিরে একটি বড় প্রকল্প (বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক) একনেকের শেষ সভায় পাস হয়েছে। যা এই এলাকার পর্যটনকেন্দ্রিক সম্ভাবনাকে আরো উন্নিত করবে বলে জানিয়েছেন আসনের এমপি পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মো. শাহাবুদ্দিন।
পাশাপাশি মো. শাহাবুদ্দিন এ জেলার নির্বাচিত মত্রী হওয়া তাঁর আমলে জেলাজুড়ে বিস্তৃতি ঘটেছে নানা উন্নয়নমূলক প্রকল্পের। রেললাইন পুনর্বাসন প্রকল্প, ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ, জুড়ী ও বড়লেখা খানা কমপ্লেক্স নির্মাণ, উপজেলায স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ, অসংখ্য ব্রিজ-কাালভার্ট-সেতু, সড়ক, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ভবন নির্মাণ, নদী-খাল খননসহ জনহিতকর উন্নয়নমূলক কাজ করেছেন। যা মানুষ দীর্ঘদিন মনে রাখবে।
আওয়ামী লীগ সরকারের শাসন মেয়াদে মৌলভীবাজারের এই এলাকাটিতে সম্পন্ন হওয়া উন্নয়নমূলক প্রকল্পগুলোর মধ্যে রয়েছে-
১। জেলা সদরের মনু নদীর তীর সংরক্ষণ প্রকল্প,
২। কুলাউড়া-শাহবাজপুর রেল লাইন পুনর্বাসন প্রকল্প (৪২ কিলোমিটার)। ৩। জেলার ৫টি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ,
৪। তৃণমূলের মানুষের দোড়গোঁড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছানোর লক্ষ্যে মৌলভীবাজার জেলায় ১৫টি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ,
৫। মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় ১৮টি কমিনিউটি ক্লিনিক নির্মাণ ও পুন:নির্মাণ কাজ করা হয়েছে,
৬। মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় ১১৬টি কমিনিউটি ক্লিনিক মেরামত ও সংস্কার করা হয়েছে,
৭। জেলার বিভিন্ন উপজেলায় মডেল মসজিদ নির্মাণ,
৮। জেলা সদরে চীফ জুডিশিয়াল আদালত ভবন নির্মাণ,
৯। জেলা সদর হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নিতকরণ,
১০। জেলা শিল্পকলা একাডেমি ভবন নির্মাণ,
১১। জেলার ৩টি উপজেলায় নতুন থানা ভবন নির্মাণ,
১২। কুলাউড়া ও জুড়ী উপজেলায় কৃষক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ,
১৩। জেলার অভ্যন্তরে সড়ক ও জনপথের প্রতিটি রাস্তা সংস্কার কাজের মাধ্যমে মান উন্নিতকরণ, বড়লেখা ও জুড়ী।
-
মৌলভীবাজারের একগুচ্ছ্ব উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
-
কমলগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা
উপজেলার উল্লেখযোগ্য উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে-
১। নতুন পল্লী সড়ক নির্মাণ: ২৯৫ কিলোমিটার,
২। পল্লী সড়ক মেরামত: ২৪০ কিলোমিটার,
৩। সেতু/কালভার্ট নির্মাণ: ৮৩০ মিটার,
৪। ইউনিয়ন পরিষদ ভবন: ৫টি,
৫। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন: ১টি।
৬। বীর মুক্তিযোদ্ধাদের গৃহ নির্মাণ: ১১৮টি,
৭। সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ: ১৪৭টি,
৮। হাটবাজার উন্নয়ন: ৯টি,
৯। বড়লেখা উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল, মাধবকুণ্ড রেস্ট হাউস, জুড়ী উপজেলা ডাকবাংলো নির্মাণ,
১০। জুড়ী উপজেলায় ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ,
১১। বড়লেখা উপজেলায় ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ (৩১ থেকে ৫০ শয্যায় উন্নিতকরণ),
১২। বড়লেখা থানা ভবন নির্মাণ,
১৩। জুড়ী উপজেলা পুলিশ তদন্ত কেন্দ্র ও থানা ভবন নির্মাণ,
১৪। জুড়ী উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন,
১৫। ১২৬৪ কিলোমিটার নতুন বিদ্যুৎ লাইন স্থাপন (শতভাগের আওতায়),
১৬। নদী ড্রেজিং: ১৮ কিলোমিটার,
১৭। মাদ্রাসার একাডেমিক ভবন নির্মাণ ও ঊর্ধ্বমুখী সম্প্রসারণ: ১৫টি,
১৮। কলেজের একাডেমিক ভবন নির্মাণ ও ঊর্ধ্বমূখী সম্প্রসারণ: ১১টি,
১৯। মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ ও ঊর্ধ্বমূখী সম্প্রসারণ: ৫৯টি,
২০। জুড়ী টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মাণ,
২১। স্কুল কাম বন্যা আশ্রয় কেন্দ্র: ৩টি,
২২। ব্রীজ/কালভার্ট নির্মাণ: ৭৫টি,
২৩। দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ: ৮৪৯টি,
২৪। এইচবিবি রাস্তা নির্মাণ: ২৬ কিলোমিটার,
২৫। কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের জাঙ্গিরাই ব্রীজ নির্মাণ,
২৬। জুড়ী-বড়লেখা-শাহবাজপুর-কানলি ব্রিজ পর্যন্ত রাস্তা মেরামত ও প্রসস্থকরণ,
২৭। জুড়ী-ফুলতলা-বটুলী সড়ক প্রসস্থকরণ ও উন্নয়ন কাজ,
২৮। জুড়ী-লাঠিটিলা সড়ক প্রসস্থকরণ ও উন্নয়ন কাজ,
২৯। কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের জুড়ী ও বড়লেখা অংশে মেজর ম্যাইনটেনেন্স,
৩০। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জুড়ী উপজেলার জুড়ী নদীর গৌরিপুর, কাশিনগর দুর্গা মন্দির ও কাশিনগর স্কুল এলাকায় নদীতীর সংরক্ষণ প্রকল্প,
৩১। বড়লেখা উপজেলা মডেল মসজিদ নির্মাণ,
৩২। বড়লেখা উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ কাজ,
৩৩। বড়লেখা পৌরসভার আদালত ভবনের সম্মুখ হতে উত্তর চৌমুহনী সড়ক ও জনপথ বিভাগের রাস্তা প্রসস্থকরণ,
৩৪। বড়লেখা ও জুড়ী উপজেলায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার সম্প্রসারণ এবং উন্নয়ন শীর্ষক প্রকল্প,
৩৫। বড়লেখা পৌরসভায় পানি সরবরাহ ব্যবস্থা ও ড্রেন নির্মাণ প্রকল্প।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’