Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫,   আষাঢ় ২৫ ১৪৩২

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০১, ১০ জুলাই ২০২৪

শ্রীমঙ্গলে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। ছবি- আই নিউজ

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। ছবি- আই নিউজ

শ্রীমঙ্গলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে স্মার্ট বাংলাদেশ, দক্ষ মানব সম্পদ উন্নয়ন ও কর্মক্ষেত্রে দুর্ঘটনা হ্রাসকল্প সহ সকলের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুলাই) সকাল ৯টায় শ্রীমঙ্গলের গ্রান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ এর পানশালা কনফারেন্স হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় স্লোগান ছিল 'নিরাপদ ও শোভন কর্মপরিবেশ, সমৃদ্ধির পথে বাংলাদেশ'। 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

এসময় কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ও সভাপতিত্ব করেন- কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক মো. মাহবুবুল হাসান।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য দেন ফিল্ড কর্পোরেট এ্যাফেয়ার্স, সুইচ কন্টাক্ট ও শেভরন বাংলাদেশ এর ব্যবস্থাপ মো. ইসমাইল হোসেন, আর এফ এল ইন্ডাস্ট্রিয়াল পার্ক এর মহাব্যবস্থাপক লে. কর্নেল (অব) জালাল উদ্দিন, বাংলাদেশীয় চা সংসদ সিলেট ব্রাঞ্চের চেয়ারম্যান জি এম শিবলী প্রমুখ। 

কর্মশালায় বক্তারা বক্তব্যে শ্রম খাতকে শ্রম নিরাপদ করার বিষয়ে জোর দেন। 

এছাড়াও কর্মশালায় ম্যাটারনিটি বেনিফিট, পেশাগত স্বাস্থ্য, যৌন হয়রানিমুক্ত কর্মপরিবেশ ও টেকসই কর্ম নিশ্চিতে আইনের বিভিন্ন অধ্যায় ও তফসিল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। 

এসময় দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে এমন ৫০ টিরও বেশি কলকারখানা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকগণ ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিগণ ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. উর্মি বিনতে সালাম বলেন, ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম শ্রম নীতি ঘোষণা করেন। এরই প্রেক্ষিতে বাংলাদেশ সরকার শ্রমিকদের জীবনমান উন্নয়নে ও কর্মপরিবেশের নিরাপত্তা নিশ্চিতে কাজ শুরু করেন। আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রধান শর্ত স্মার্ট সিটিজেন। 

তিনি বলেন, শিল্প সেক্টরে নিয়োজিত শ্রমিকদের স্মার্ট করার মাধ্যমেই আমরা স্মার্ট বাংলাদেশে পদার্পণ করবো। কর্মশালা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়