মৌলভীবাজার প্রতিনিধি
কুলাউড়ায় জমি সংক্রান্ত বিরোধে প্রবাসী খুন

ছবির ডানদিকে উপরে নিহত সৌদি প্রবাসী শামীম আহমদ
পৈত্রিক ভিটা নিয়ে বিরোধের জেরে মৌলভীবাজারের কুলাউড়ায় এক প্রবাসী খুন হয়েছেন। নিহত শামীম আহমদ কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়নের মুকন্দপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। মাস খানেক আগে তিনি সৌদি আরব থেকে দেশে এসেছিলেন।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ইউনিয়নের মুকন্দপুরে নিহতের পৈত্রিক বাড়ি বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ, স্থানীয় ও নিহত প্রবাসীর স্বজনরা জানায়, কয়েক বছর আগে প্রবাসী আব্দুল শামীম উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মুকন্দপুর গ্রামে নিজের পৈত্রিক ভিটে ছেড়ে পার্শ্ববর্তী কাদিপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামে নতুন বাড়ি তৈরী করে স্ত্রী ও দ্ইু কন্যাকে নিয়ে বসবাস করেন। তাঁর দুই ভাই পৈত্রিক ভিটায় থাকেন। সেই সুযোগে শামীমের চাচাতো ভাই একই এলাকার আব্দুল কাদিরের ছেলে সুফিয়ান আহমদ তাঁর পৈত্রিক সম্পত্তি অংশ দখলের পায়তারা চালিয়ে আসছিলেন।
এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করা হয়। কিন্তু সুফিয়ান ও তাঁর পরিবার বিষয়টি মেনে নেয়নি। নিহত শামীম মাস খানেক আগে দেশে এসেছিলেন।
মঙ্গলবার দুপুরের দিকে তিনি মুকন্দপুর তাঁর পৈত্রিক বাড়িতে গিয়ে দেখেন তাঁর জমির অংশে সুফিয়ান খড়ের স্তুপ করে রেখেছে। এগুলো সরিয়ে নিয়ে যাওয়ার জন্য সুফিয়ান ও তাঁর পরিবারকে বলেন। এসময় সুফিয়ানসহ পরিবারের লোকজন লাঠি হাতে এসে শামীমের ওপর চড়াও হয় এবং মারধরের ঘটনা ঘটে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
চিৎকার শুনে বাড়িতে থাকা শামীমের স্বজনরা দৌড়ের এসে গুরুতর আহতবস্থায় তাঁকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগর কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন।
এদিকে খবর পেয়ে কুলাউড়া থানার অফি সার ইনচার্জ বিনয় ভূষণ রায়সহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার পর থেকে সুফিয়ান পলাতক রয়েছে। পুলিশ তাক্ষণিক সুফিয়ানের পরিবারের দুই নারী সদস্যকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।
নিহত শামীম আহমদের ভাই আব্দুল মন্নান বলেন, সুফিয়ান আমাদের পৈত্রিক সম্পত্তি জবর দখল করে রেখেছে। এনিয়ে বিভিন্ন সময় সে ও তাঁর পরিবারের লোকজন আমার ভাইকে হুমকি দিতো। তাঁর ভয়ে আমার ভাই অন্য ইউনিয়নে বাড়ি বানিয়ে চলে যান। সুফিয়ান আমাদের ভাইয়ের অংশ দখল করে ভোগ করছিলো। এনিয়ে ইউপি চেয়াম্যাস ও মেম্বাররা বিচার করলেও সুফিয়ান কোন বিচার মানেনি। উল্টো তাদের হুমকি দিতো।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুফিয়ানকে আটকের জন্য অভিযান অব্যাহত আছে। শামীম আহমদের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
আইনিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার