আই নিউজ ডেস্ক
আপডেট: ২০:৩৫, ৭ সেপ্টেম্বর ২০২৫
ফেসবুক পোস্ট নিয়ে লাইফ লাইন হাসপাতালের প্রতিবাদ

সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইফ লাইন, মৌলভীবাজার হাসপাতালের বিরুদ্ধে করা পোস্টে অভিযোগের প্রতিবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটি। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি- ‘হাসপাতালকে ঘিরে কিছু মিথ্যা অভিযোগ প্রকাশ পেয়েছে। এতে একাধিক বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করা হয়েছে।
এক প্রতিবাদলিপিতে হাসপাতাল কর্তৃপক্ষ বলেন, ‘সিজারিয়ান অপারেশনের পর সাধারণত তিনদিনের মধ্যে রোগীকে ছাড়পত্র দেওয়া হয়, সেক্ষেত্রে ব্যয় সীমাবদ্ধ থাকে। অভিযোগকারীর চাহিদা অনুযায়ী ভিআইপি কেবিনে অবস্থান ও নবজাতকের জন্ডিস ধরা পড়ায় শিশুর জন্য প্রয়োজনীয় ওষুধ, প্যাথলজিকাল টেস্ট, ফটোথেরাপি ও বিশেষজ্ঞ চিকিৎসকের ভিজিট নিশ্চিত করা হয়। একইসঙ্গে নির্ধারিত সময়ের বাইরে আরও দুইদিন হাসপাতালে অবস্থান করার কারণে কেবিন ভাড়াও যুক্ত হয়। ফলে মোট খরচ কিছুটা বৃদ্ধি পায়।’
লাইফ লাইন কর্তৃপক্ষ বলেন, “বিলের তারতম্য সম্পর্কিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। রোগীর পরিবারকে সর্বোচ্চ ডিসকাউন্ট প্রদান করা হয়েছিল। আমাদের হাসপাতালের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে করা হয়েছে।
“লাইফ লাইন হাসপাতাল সর্বদা রোগীকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সঠিক ও আধুনিক চিকিৎসা সেবা দিয়ে আসছে। আমাদের লক্ষ্য সবার কাছে সাশ্রয়ী ও নিরাপদ স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।”
উল্লেখ্য, মৌলভীবাজারের সাংবাদিক তুহিন যোবায়ের সম্প্রতি তার ব্যক্তিগত ফেসবুক টাইমলাইনে এক পোস্টে অভিযোগ করেন- তার প্রসূতি স্ত্রী এবং নবজাতকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল অবহেলা করেছে এবং অতিরিক্ত টাকা বিল করে সেটা আদায় করেছে। এ ব্যাপারে তাদের বক্তব্য ও ব্যাখা দিয়ে আই নিউজসহ গণমাধ্যমে প্রতিবাদ পাঠিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার