নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৫:৩৪, ২৬ সেপ্টেম্বর ২০২৫
শ্রীমঙ্গলে চণ্ডী পূজার মাধ্যমে ‘শারদ উৎসব’ এর আনুষ্ঠানিকতা শুরু

চণ্ডী পূজা ও চণ্ডী পাঠের মাধ্যমে শারদ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু। ছবি: আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মহালয়া উদযাপন উপলক্ষে চণ্ডী পূজা ও চণ্ডী পাঠের মাধ্যমে ‘শারদ উৎসব’ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
শুক্রবার সকাল নয়টার দিকে জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে চণ্ডী পূজা শুরু হয়৷ এরপরই মঞ্চে চণ্ডী পাঠ করেন অধ্যক্ষ প্রফেসর শ্রী বিষ্ণুপদ রায় চৌধুরী। হারমোনিয়ামে ছিলেন বিপুল ভদ্র বিপ্লব। চণ্ডীদেবীর বিশেষ পূজারম্ভ, পুষ্পাঞ্জলি প্রদান ও যজ্ঞানুষ্ঠানে পৌরহিত্য করেন শাওন চক্রবর্তী।
দেবাঙ্গন ছাত্র পরিষদের আয়োজন অনুষ্ঠিতব্য শারদ উৎসবে বিকাল ৫ টার দিকে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ ও আগমনী সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে সঙ্গীত পরিবেশেন করবেন সারগাম সঙ্গীত বিদ্যালয়ের শিল্পীরা।
এছাড়াও মাতৃসঙ্গীত পরিবেশন করবেন শুভাকর আচার্য্য প্রান্ত, মুন্না গোস্বামী। নৃত্য পরিবেশন করবেন নাট্যবেদ ও নৃত্যাঙ্গন এর নৃত্য শিল্পীরা। রয়েছে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দের বক্তব্য প্রদান, সম্মাননা স্মারক প্রদান এবং জ্যান্ত দুর্গা মায়েদের নব বস্ত্র দান (দরিদ্র ও অসহায় মায়েদের মধ্যে বস্ত্র দান)।
অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে রয়েছে আগমনী ডান্স প্রোডাকশন হাউস -এর ‘দেবী মাহাত্ম্যম 2.0’ শীর্ষক নৃত্যনাট্য। এটি পরিচালনা করবেন প্রাপ্ত প্রীতম। রাত ১০ টার দিকে সুরের মূর্ছনায় মাতাবেন সঙ্গীত শিল্পী সাগর দেওয়ান। অনুষ্ঠিতব্য পুরো আয়োজন সঞ্চালনায় থাকবেন অনিতা দেব ও শ্রী প্রশান্ত বৈদ্য।
আই নিউজ/আরএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার