Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫,   আষাঢ় ৩০ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৩, ১৫ মার্চ ২০২৩
আপডেট: ১৮:২৪, ১৫ মার্চ ২০২৩

দুসাই রিসোর্টে উৎসে কর সেমিনার অনুষ্ঠিত

দুসাই রিসোর্টে উৎসে কর সেমিনার। ছবি : আই নিউজ

দুসাই রিসোর্টে উৎসে কর সেমিনার। ছবি : আই নিউজ

মৌলভীবাজারের উৎসে কর বিষয়ক এক ওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) দুসাই রিসোর্টে এ সেমিনারে এ সেমনিারে জেলার উৎসে কর কর্তনকারী সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠানের ৪০ (চল্লিশ) জন দপ্তর প্রধান, প্রতিনিধি অংশগ্রহণ করেন।

এতে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর উৎসে কর সংক্রান্ত বিধি বিধান সঠিক পরিপালন বিষয়ে আলোচনা করা হয়। 

সেমিনারে কর অঞ্চল-সিলেটের কর কমিশনার সৈয়দ জাকির হোসেন, যুগ্ম কর কমিশনার মিজ্ মোনালিসা শাহরিন সুস্মিতা ও মৌলভীবাজার জেলার উপ কর কমিশনার এনামুল হাছান-আল-নোমান উপস্থিত ছিলেন। 

সেমিনারে আয়করের উৎসে কর সংক্রান্ত আইনগত বিধান সমূহ সঠিক পরিপালন ও ধারনাগত অস্পষ্টতার উপর পূর্ণাঙ্গ আলোচনা করা হয়। এর মধ্যে অন্যতম হল উৎসে কর কর্তনের খাতসমূহ, কর কর্তনের প্রযোজ্য হার, কর্তিত কর সরকারের কোষাগারে জমার সময়সীমা, উৎসে কর কর্তনের বিবরণী প্রেরণে চালানের মাধ্যমে রাজস্ব জমাকরণ ইত্যাদি। 

অংশগ্রহণকারী সকলে নিজ নিজ দপ্তরের উৎসে কর সংক্রান্ত কার্যক্রম বর্ণনা করেন। এছাড়া কর্তন বিষয়ক প্রশ্ন করেন এবং তাদের প্রশ্নের জবাব বিদ্যমান আইনের ব্যাখ্যা সমূহ সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা দেয়া হয়। 

সেমিনারে অর্জিত ফলাফল রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে কর অঞ্চল-সিলেটের কর কমিশনার সৈয়দ জাকির হোসেন আশা প্রকাশ করেন।

ভিডিও  : মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ