Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১২:০২, ৩১ মে ২০২৩

অনৈতিক কাজের অপরাধে শ্রীমঙ্গলে রেস্ট হাউজকে ১ লাখ টাকা জরিমানা

মুনস ড্রীম রেস্ট হাউজে অভিযানে প্রশাসন। ছবি- আই নিউজ

মুনস ড্রীম রেস্ট হাউজে অভিযানে প্রশাসন। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈধ কাগজ ছাড়া ব্যবসাকরাসহ রেস্ট হাউজে অনৈতিক কার্যক্রম চালানোর অভিযোগে মুনস ড্রীম রেস্ট হাউজে অভিযান চালিয়েছেন শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসব অপরাধ জাতীয় কাজের জন্য রেস্ট হাউজের ম্যানেজার ও পরিচালকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। 

মঙ্গলবার (৩০ মে) বিকাল ৩টায় শহরের  ভানুগাছ সড়কের বিজিবি ক্যাম্প সংলগ্ন এই রেস্ট হাউজে অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন।  

রেস্ট হাউজটি কোন লাইসেন্স এবং প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছিল বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তা ছাড়া, মোবাইল কোর্ট পরিচালনা কালে উক্ত রেস্ট হাউজে অনৈতিক কার্যক্রমেড় প্রমাণ পাওয়া এবং রেস্ট হাউজের মালিককের স্বীকারোক্তির প্রেক্ষিতে রেস্ট হাউজের মালিককে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। 

পাশাপাশি প্রয়োজনীয় সকল দলিলাদি ছাড়া রেস্ট হাউজ বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবেস বলেও জানান শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন। 

শ্রীমঙ্গল থানা পুলিশের এসআই সজীব চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় সহযোগিতা করে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়