Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৬ জুলাই ২০২৫,   আষাঢ় ২১ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৯, ২৭ জুন ২০২০
আপডেট: ২০:১১, ২৭ জুন ২০২০

সুনামগঞ্জে সুরমার পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত

ভারতের পাহাড়ী ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে সুনামগঞ্জের সুরমা নদীর পানি। ফলে নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। ঢল ও বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা হতে পারে বলে আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। এমনকি ঢলের পানিতে তলিয়ে গেছে সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর-তাহিরপুর সড়ক।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সুনামগঞ্জে সুরমা নদীর পানি ষোলঘর পয়েন্টে বিপদসীমার ৫৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সর্বশেষ ২৪ঘন্টায় সুনামগঞ্জে ১৯০মি.মি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

সুরমা নদীর পানি বেড়ে যাওয়ায় সুনামগঞ্জ শহরের নদী তীরবর্তী নবীনগর, ষোলঘর, কাজির পয়েন্ট, উকিলপাড়া, উত্তর আরপিন নগর, তেঘরিয়া, পশ্চিমবাজার এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এসব এলাকার অনেক সড়কে জলাবদ্ধতার কারণে যান চলাচল বন্ধ রয়েছে। কিছু কিছু এলাকায় অনেক ঘরবাড়িতে পানি ঢুকে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন অনেক মানুষ।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সবিবুর রহমান বলেন, ভারতের মেঘালয়- চেরাপুঞ্জিতে গত ৭২ ঘণ্টায় ৯০২ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। যা এই মৌসুমের সর্বোচ্চ। একারণে সুনামগঞ্জে বৃষ্টিপাত হচ্ছে, পাহাড়ি ঢল নামছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতি খারাপের দিকে যাবে এবং বন্যা হওয়ার শঙ্কা রয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়