Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১১ মে ২০২৫,   বৈশাখ ২৮ ১৪৩২

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪৫, ৭ মার্চ ২০২৩
আপডেট: ১২:৫৫, ৭ মার্চ ২০২৩

শনির হাওরে অবৈধভাবে মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

শনির হাওরে এক্সকেভেটর দিয়ে মাটি উত্তোলনের দৃশ্য। ছবি- আই নিউজ

শনির হাওরে এক্সকেভেটর দিয়ে মাটি উত্তোলনের দৃশ্য। ছবি- আই নিউজ

তাহিরপুর উপজেলার সর্ববৃহৎ শনি হাওরে কৃষিজমি সুরক্ষা আইনের তোয়াক্কা না করে এক্সকেভেটর দিয়ে ফসলি জমি থেকে বেপরোয়াভাবে মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে একদিকে যেমন ফসলি জমির পরিমাণ হ্রাস পাচ্ছে, অন্যদিকে পরিবেশের ওপর বিরূপ প্রভাব এবং হাওরের ভেতর মাটির তৈরি রাস্তাগুলো (জাঙ্গাল) হুমকিতে পড়েছে।

অবৈধভাবে মাটি উত্তোলনে জড়িত কেউ জনপ্রতিনিধি আবার কেউ সরকারি দলের ছত্রচ্ছায়ায় থাকায় তাদের এই অপকর্মে বাধা দিতে কেউ সাহস পাচ্ছে না। ভুক্তভোগীরা এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

হাওর পাড়ের কৃষকরা জানিয়েছেন, এক্সকেভেটর দিয়ে ফসলী জমির মাটিকাটার কারনে কৃষি জমিগুলো পরিনত হচ্ছে পুকুর-ডোবায়। মাটি পরিবহনে ভারী ট্রাক ও মাহেন্দ্র ট্রলি ব্যবহারে ইউনিয়নের গ্রামীণ সড়কগুলো হচ্ছে ক্ষতিগ্রস্থ। 

সম্প্রতি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের পাশে ও উপজেলা পরিষদের সামনের সড়ক দিয়েই শনির হাওর থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো উদ্যোগ নিতে দেখা যায় নি।

সরেজমিনে গিয়ে দেখা যায়,উপজেলার শনির হাওরে থেকে মাহিন্দ্রা ট্রাকে মাটি পরিবহন করায় উপজেলার সদর ইউনিয়নের উজান তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাহিরপুর বালিকা বিদ্যালয় এবং উপজেলা চত্বর,ভূমি অফিস পাড়া পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তায় ধুলার কুয়াশার ডেকে গেছে। এতে করে এই এলাকা দিয়ে যাতায়াতে নানা শ্রেণি পেশার মানুষের শ্বাসকষ্টসহ নানা রোগের সৃষ্টি হচ্ছে। ধুলার কারনে ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে যেতে পারছেনা। চলাচলকারী মানুষজন পড়েছে ধুলোবালির বিড়ম্বনায়। এতে করে বাড়ছে জনমনে ক্ষোভ। 

উজান তাহিরপুর গ্রামের বাসিন্দা বারিক মিয়া বলেন, এক ফসলি জমি থেকে এক্সকেকেভেটর মেশিন দিয়ে অপরিকল্পিত ভাবে মাঠি কেটে নিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী মহল৷ এতে ধুলাবালিতে নষ্ট হচ্ছে পরিবেশ। বাচ্চারা স্কুলে যেতে পারেনা ধুলার কারনে। কোটি কোটি টাকা খরচ করে সড়ক নির্মান করা হয়েছে। আর কিছু ব্যাবসায়ী তাদের মুনাফা লাভের জন্য ট্রাক এবং মাহেন্দ্র ট্রলি  চালিয়ে সড়ক কে ধ্বংস করছে আমরা উপজেলা প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করছি। 

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জানায়,তারা স্কুল ও কলেজে সড়ক দিয়ে চলাচল করার সময় মাটি পরিবহন করা মাহেন্দ্র ট্রলি বেপরোয়া গতিতে চলাচল করার কারনে আতঙ্কে থাকি।  ধুলো-বালির কারণে নাক চেপে স্কুলে আসা যাওয়া করতে হয়। 

এ বিষয়ে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি বলেন, স্থানীয় কৃষকদের কাছ থেকে মাটি উত্তোলনের বিষয়টি শুনেছি, এ বিষয়ে খুব দ্রুত  প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।

আই নিউজ/এইচএ 


 আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়