Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৬ জুলাই ২০২৫,   আষাঢ় ২১ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৫, ১৭ জুন ২০২১
আপডেট: ২৩:১৫, ১৭ জুন ২০২১

সিলেটে তিনজনকে গলাকেটে হত্যা: অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

সিলেটের গোয়াইনঘাটে দুই শিশুসহ তাদের মাকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। 

বুধবার (১৭ জুন) রাতে নিহত নারীর বাবা আয়ুব আলী বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে গোয়াইনঘাট থানায় এ মামলাটি করেন। 

বিষয়টি বৃহস্পতিবার (১৭ জুন) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ।

তিনি বলেন, অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। এখন পর্যন্ত এই মামলায় কাউকেই গ্রেফতার করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, পুলিশ হত্যার রহস্য উদঘাটন করার জন্য নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে পুলিশ বেশ কিছু তথ্য পেয়েছে সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। পুলিশ ধারণা করছে পারিবারিক বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। 

উল্লেখ্য, বুধবার (১৬ জুন) সকালে ফতেপুর গ্রামের হিফজুর রহমানের স্ত্রী আলেয়া বেগম, তার ১১ বছর বয়সী ছেলে মিজান এবং ৫ বছর বয়সী মেয়ে তানিসার লাশ উদ্ধার করে পুলিশ।....বিস্তারিত 

স্থানীয়রা জানান, সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় প্রতিবেশীরা হিফজুরের ঘরের সামনে গিয়ে ভেতর থেকে গোঙানির শব্দ শুনতে পান। পরে ভেতরে ঢুকে খাটের ওপর তিনজনের গলাকাটা মরদেহ দেখতে পান এবং হিফজুরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ তিনটি উদ্ধার করে এবং হিফজুরকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়