Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৪ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২২:২০, ২০ আগস্ট ২০২১
আপডেট: ১২:৪২, ২১ আগস্ট ২০২১

পুনর্বাসন কেন্দ্রে

নির্যাতন সহ্য করতে না পেরে চার তরুণীর আত্মহত্যার চেষ্টা!

সিলেটে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে চার তরুণী আত্মহত্যার চেষ্টা করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের পর তারা কেন্দ্রের জানালার কাঁচ ভেঙে হাতে এলোপাতাড়ি কুপিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে কর্তৃপক্ষ তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। 

ওই চার তরুণী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে পুুনর্বাসন কেন্দ্রের স্টোরের দায়িত্বে থাকা প্রশিক্ষক দেলোয়ার হোসেন ও অফিস সহকারী আনোয়ারা বেগমের নির্যাতনে অতিষ্ট হয়ে তারা আত্মহত্যা করতে চেয়েছিলেন।

ওসমানীতে চিকিৎসাধীন চারজন অভিযোগ করেন, প্রশিক্ষক দেলোয়ার ও অফিস সহকারী আনোয়ারা তাদের নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করেন। আনোয়ারা বিভিন্ন সময় তাদের জুতা পেটাও করেছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দেলোয়ার তাদের সঙ্গে খারাপ আচরণ করেছেন। অশ্লীল কথাবার্তা বলেছে। দীর্ঘদিন ধরে দুইজনের নির্যাতন ও অপমান সহ্য করতে না পেরে তারা আত্মহত্যা করতে চেয়েছিলেন বলে জানান।

জানা গেছে, প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের মোট বাসিন্দা ৪০ জন। এদের মধ্যে কিছুদিন আগে তাদের সঙ্গে থাকা এক তরুণী বিষপান করে আত্মহত্যা করেন। ওই তরুণীর কুলখানি ছিল শুক্রবার। মূলত এ কুলখানির অনুষ্ঠান নিয়েই বকাঝকা করেন প্রশিক্ষক ও স্টোরের অতিরিক্ত দায়িত্বে থাকা দেলোয়ার। এর পরেই আত্মহত্যার চেষ্টা করেন ওই চার তরুণী। 

তবে অভিযুক্ত দেলোয়ার হোসেন দাবি করেন, ওই প্রশিক্ষণার্থীরা সামান্য কিছু হলেই হাত কেঁটে ফেলে। একাধিকবার তারা এমন করেছে। তিনি বলেন, কুলখানি অনুষ্ঠানের জন্য তারা বাড়তি বরাদ্দ চেয়েছিল। স্টোরে অতিরিক্ত বরাদ্দ না থাকার কথা বললে তারা শুনতে চায়নি। 

অপর অভিযুক্ত আনোয়ারা বেগমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। একইভাবে প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের দায়িত্বে থাকা সহকারী ব্যবস্থাপক লুৎফুর রহমানও ফোন ধরেননি। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়