Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫,   আষাঢ় ৩০ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩৮, ১ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৫:৫২, ১ সেপ্টেম্বর ২০২১

সিলেটে করোনায় আরও ৮ জনের মৃত্যু

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টয়া আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৯ জন। শনাক্তের হার ১০ দশমিক ২১ শতাংশ। এছাড়া ৩২০ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।

বুধবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিলেটে এখন পর্যন্ত ৫২ হাজার ৯৮৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে মারা গেছেন ১ হাজার ৭৫ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৪৩ হাজার ৭৯৮ জন। 

প্রতিবেদন অনুসারে, ২৪ ঘণ্টায় আক্রান্তের মধ্যে ৬৪ জন সিলেট, সুনামগঞ্জের ৫ জন, হবিগঞ্জের ২ জন এবং মৌলভীবাজার জেলার ১৮ জন। মারা যাওয়া ৮ জনের মধ্যে সকলেই সিলেটের।  

এছাড়া সুস্থদের মধ্যে ১০৭ জন সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১৪৫ জন, হবিগঞ্জ ৩ জন, মৌলভীবাজার জেলার ৫৬ জন রয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ জন। তাদের মধ্যে সিলেট জেলায় ১৭ জন ও মৌলভীবাজার জেলায় রয়েছেন দুইজন। এছাড়া, বিভাগে গত ২৪ ঘণ্টায় ৮৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ