Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫,   আষাঢ় ৩০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদন

প্রকাশিত: ১৩:০৭, ১৬ জুন ২০২২
আপডেট: ১৪:৫২, ১৬ জুন ২০২২

বাড়ছে পানি, ডুবছে সিলেট

সিলেটে এক মাস আগের বন্যার ছবি

সিলেটে এক মাস আগের বন্যার ছবি

মাত্র এক মাসের ব্যবধানে সিলেট নগরিতে আবারও বন্যার পরিস্থিতি দেখা দিয়েছে। টানা বৃষ্টি এবং উজানে পাহাড়ি ঢলের কারণে বেড়েছে সুরমার পানি। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়া পানি ইতিমধ্যেই ঢুকছে সিলেট নগরির বাসাবাড়িতে। ফলে স্বল্প ব্যবধানে আরও একবার পানিবন্দি পরিস্থিতির আশঙ্কা করছেন বাসিন্দারা। গত মাসেই সাম্প্রতিককালের সবচেয়ে ভয়াবহ বন্যা হয়ে যায় সিলেটে। ১১ মে থেকে সিলেটে বন্যা দেখা দিলে তলিয়ে যায় ১২টি উপজেলার বিভিন্ন এলাকা।

বুধবার (১৫ জুন)  সিলেট নগরের উপশহর, তালতলা, কালিঘাট, মাছিমপুর, ছড়ারপাড়, তেররতন, ঘাসিটুলাসহ বেশকিছু এলাকা পানিতে তলিয়ে যায়। এখন পর্যন্ত বেড়েই চলেছে এসব এলাকায় পানি। রাতে এসব এলাকার অনেক বাসাবাড়িতেও পানি ঢুকেছে। সিলেট নগরির অপেক্ষাকৃত নিচু ও সুরমা নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা সবচেয়ে বিপাকে পড়েছেন।

সিলেটে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। বুধবার (১৫ জুন) আষাঢ়ের প্রথম দিনেও দিনভর বৃষ্টি ছিলো। অব্যাহত আছে ঢলও। এদিকে সিলেটে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ বৃষ্টি হলে পানি বাড়বে আরও। পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। এতে আবারও বন্যার আশঙ্কা করছেন বাসীন্দারা। 

সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ বিকেল ৫টার দিকে বলেন, বুধবার দুপুর ১২টায় সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বিপৎসীমার এক মিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। বৃষ্টি ও ঢল অব্যাহত থাকায় পানি বেড়েই চলেছে। বিপদসীমা পার করেছে সারি ও কুশিয়ারা নদীর পানি। এছাড়া লোভা নদীর পানিও বাড়ছে।

গত এপ্রিলে সিলেটের নিম্নাঞ্চলে অসময়ে বন্যা দেখা দেয়। এরপর মে মাসের মাঝামাঝিতে সিলেটে ১৮ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা হয়। এই রেশ না কাটতেই আবারও বন্যা দেখল সিলেটবাসী। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন সীমান্তবর্তী এলাকার মানুষ।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. আজিজুর রহমান বলছেন, দেশের উত্তর-পূর্বাঞ্চল তথা সিলেটসহ বিভিন্ন স্থানে চলতি মাসে স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টি হতে পারে। ভারি বর্ষণের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল, উত্তর মধ্যাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু স্থানে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। 

আইনিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ