Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫,   আষাঢ় ২২ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৯, ১৪ মে ২০২৩

শাল্লার চেয়ারম্যান আল-আমিন চৌধুরীর `বুকলেট` প্রকাশ

সুনামগঞ্জের শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আল-আমিন চৌধুরীর (চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ চৌধুরী) পক্ষ থেকে সরকারের উন্নয়নচিত্র সংবলিত 'বুকলেট' প্রকাশ করা হয়েছে।

আজ রোববার (১৪ মে) সকালে সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিকের হাতে প্রকাশিত বুকলেট তুলে দিয়ে প্রকাশনা উন্মোচন করা হয়।  এ সময় আল-আমিন চৌধুরীসহ দিরাই ও শাল্লার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

বুকলেটটি হাতে নিয়ে প্রশংসা করেন আব্দুল খালিক। তিনি বলেন, এ ধরণের বুকলেট প্রত্যেক জনপ্রতিনিধির করা উচিত। এতে করে সরকারের উন্নয়ন কাজের কথা মানুষজন জানতে পারবে এবং জবাবদিহিতা ও স্বচ্ছতা বজায় থাকবে।

আল-আমিন চৌধুরী বলেন, আমাদের পারিবারিক পরিচিতি, রাজনৈতিক পরিচিতি, জনপ্রতিনিধি হিসেবে বিভিন্ন সময়ের কার্যক্রমসহ বেশকিছু বিষয় বুকলেটে উঠে আসছে। পর্যায়ক্রমে বুকলেটটি সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সম্মানিত ভোটারসহ, সিলেট-সুনামগঞ্জের শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ীদের কাছে পৌঁছে দেওয়া হবে।

'স্মার্ট ভাটিবাংলা প্রত‍্যাশী দিরাই-শাল্লাবাসী' ব‍্যানারে প্রকাশিত বুকলেটের শিরোনাম হচ্ছে, স্মার্ট বাংলাদেশের ভাটি অঞ্চলে চাই স্মার্ট নেতার নেতৃত্ব। এতে স্থানীয় সংসদ সদস‍্য ড. জয়া সেনগুপ্তাসহ নেতা-কর্মীদের সাথে আল-আমিন চৌধুরীর জনবান্ধব জনপ্রতিনিধির স্থিরচিত্রও স্থান পেয়েছে।

আইনিউজ/ইউএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়