Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫,   আষাঢ় ৩০ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৮, ১৯ নভেম্বর ২০২৩

সিলেট-৬ আসনে আ. লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন ব্যারিস্টার কালাম

নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শনিবার মনোনয়ন ফরম কেনেন এবং পরে জমা দেন ব্যারিস্টার কালাম। ছবি- আই নিউজ

নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শনিবার মনোনয়ন ফরম কেনেন এবং পরে জমা দেন ব্যারিস্টার কালাম। ছবি- আই নিউজ

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শনিবার মনোনয়ন ফরম কেনেন এবং পরে জমা দেন ব্যারিস্টার কালাম। 

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ সিলেট-৬ নির্বাচনী এলাকার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী বলেন, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরে জননেত্রী শেখ হাসিনার যে অঙ্গীকার সেটা বাস্তবায়ন করতে পারে সৎ, যোগ্য এবং জনসম্পৃক্ত দক্ষ জনপ্রতিনিধি। শিক্ষা, অবকাঠামোসহ বিবিধ উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়া আমাদের দায়িত্বের অংশ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন দেন তাহলে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারকে আমি স্মার্ট এলাকা গড়ে তোলার আন্দোলনে নেতৃত্ব দিতে চাই।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ