Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৪ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৮, ৬ জুলাই ২০২৪

সিলেট-সুনামগঞ্জ রাস্তা অবরোধ করে শাবি শিক্ষার্থীদের আন্দোলন

সিলেট-সুনামগঞ্জ রোড অবরোধ করে কোটার বিরুদ্ধে নানা রকম স্লোগান দিতে দেখা যায়  শিক্ষার্থীদের। 

সিলেট-সুনামগঞ্জ রোড অবরোধ করে কোটার বিরুদ্ধে নানা রকম স্লোগান দিতে দেখা যায়  শিক্ষার্থীদের। 

২০১৮ সালের জারিকৃত পরিপত্র অনুযায়ী কোটা ব্যবস্থা পুনর্বহালের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সিলেট সুনামগঞ্জ রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। 

শনিবার (০৬ জুলাই) বিকাল সাড়ে তিনটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত প্রধান ফটকের সামনে সিলেট-সুনামগঞ্জ রোড অবরোধ করে কোটার বিরুদ্ধে নানা রকম স্লোগান দিতে দেখা যায়  শিক্ষার্থীদের। 

এসময় শিক্ষার্থীদের মেধা যার মেধা যার, চাকরি তার চাকরি তার; কোটা না মেধা, মেধা মেধা; সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে; ৭১’এর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই; সংবিধানের মূলকথা, সুযোগের সমতা; ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে; ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার; ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘কোটা প্রথা, বাতিল চাই বাতিল চাই; ‘কোটা প্রথার বিরুদ্ধে, ডাইরেক্ট একশন; ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম; ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাই নাই ইত্যাদি নানান স্লোগান দিতে শোনা যায়।

আন্দোলনে অংশ শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে তারা জানায়, কোটা প্রথার কারণে দেশের মেধাবী শিক্ষার্থীরা মূল্যায়িত হচ্ছে না। দেশের প্রশাসনে মেধাবী শিক্ষার্থীরা সুযোগ না পাওয়াই দুর্নীতিতে ভরপুর সকল সেক্টর। যেখানে মুক্তিযুদ্ধ আমাদের জন্য গর্বের সেটাতে আমরা কোটা প্রয়োগ করে করুনা জায়গা বানিয়ে ফেলছি। এই কোটা  প্রথা অযৌক্তিক। অবিলম্বে কোটা প্রথা বাতিল করা হোক। 

দীর্ঘ ১ ঘন্টা রাস্তা অবরোধের ফলে দুই দিকেই তীব্র যানযটের তৈরি হয়। পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে রস্তা ছেড়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়