Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৪ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২৮, ২৬ আগস্ট ২০২৪

বিয়ানীবাজারে জামায়াতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা 

জামায়াতে যোগ দেওয়া ছাত্রলীগের নেতা আহমদ শরীফ ছামী।

জামায়াতে যোগ দেওয়া ছাত্রলীগের নেতা আহমদ শরীফ ছামী।

সিলেটের বিয়ানীবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে যুক্ত হয়েছেন এক ছাত্রলীগ নেতা। তার নাম আহমদ শরীফ ছামী। শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় তিনি জামায়াতে ইসলামীর সদস্য ফরম পূরণ করার মধ্য দিয়ে দলটিতে যোগদান করেন।

আহমদ শরীফ ছামী বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক। সে বিয়ানীবাজার পৌর এলাকার শ্রীধরা গ্রামের আব্দুল হাসিবের ছেলে। 

ছাত্রলীগ ত্যাগ করে জামায়াতে যোগদান যোগদানের বিষয়টি আহমদ শরীফ ছামী নিজেই নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বেচ্ছায় স্বজ্ঞানে তিনি ছাত্রলীগের রাজনীতি ছেড়ে জামায়াতে ইসলামীর লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে একাত্মতা ও সহমত পোষণ করে দলটির সাথে সম্পৃক্ত হয়েছেন।

এ ব্যাপারে বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল রহমান রুমির সাথে কথা হলে তিনি জানান, বিষয়টি তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে বিষয়টি জেনেছেন। 

এদিকে, আহমদ শরীফ ছামী জামায়াতে ইসলামীতে যোগদান করায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার জামেয়া ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কাজী জাকির হোসেন, জামায়াত নেতা কাজী আমির হোসেন, মো. নুরুজ্জামান, জাহাঙ্গির হোসেন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা আরিফুল ইসলাম রাহাত, সাবেক ছাত্রনেতা মুনিবুর রহমান ও রাসেল আহমদ। 

উল্লেখ্য, দীর্ঘ ৩৩ বছর পর গত ১১ মার্চ বিয়ানীবাজার উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা দেয় জেলা ছাত্রলীগ। তবে তিন মাস তিনদিন পর চিনি চোরাইয়ের সাথে সম্পৃক্ততার থাকার অভিযোগে উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি বাতিল হলেও কলেজ কমিটি বহাল ছিলো। কলেজ কমিটির সভাপতি কামরুল ইসলাম কানাডা প্রবাসী হওয়ায় বর্তমানে মস্তফা উদ্দিন কলেজ কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়