Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫,   আষাঢ় ১৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:২৫, ১ আগস্ট ২০২০
আপডেট: ১৩:২২, ১ আগস্ট ২০২০

 ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: তাপস

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা নগরীর কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

শনিবার বায়তুল মোকাররমে ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

তাপস বলেন, দুপুর দুইটা থেকে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছি। এরপর থেকে নগরীর সব বর্জ্য অপসারণ করা হবে। এজন্য সিটি কর্পোরেশনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। 

‘অন্যদিকে, রাত ১২টা এক মিনিট থেকে হাটের বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। এরমধ্যে হাট কেন্দ্রীক সববর্জ্য অপসারণ হচ্ছে।’

তিনি বলেন, কোরবানির পরে যে বর্জ্য তা দুপুর ২টার মধ্যে সম্পূর্ণরূপে অপসারণ করা হবে। ইনশাল্লাহ এ সময়ের মধ্যে নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্নতা করতে পারবো।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়