Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:৫৭, ৬ আগস্ট ২০২২

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সারাদেশে প্রতিবাদ

শ্যামলিতে তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের গাড়ি ভাঙচুর।

শ্যামলিতে তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের গাড়ি ভাঙচুর।

দেশে আবারও সারাদেশে বেড়েছে জ্বালানি তেলের দাম। প্রতি লিটার ডিজেল ৮০ টাকা থেকে ৩৪ টাকা বেড়ে হয়েছে ১১৪ টাকা। এছাড়া ডিজেল ১১৪, কেরোসিন ১১৪, অকটেন ১৩৫ ও পেট্টোল লিটার প্রতি ১৩০ টাকা মূল্য নির্ধারণ করেছে সরকার।

আজ শনিবার (৬ আগস্ট) সারাদেশে কার্যকর হয়েছে জ্বালানি তেলের এই নতুন দাম।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সংবাদে সর্বপ্রথম ক্ষোভসৃষ্টি হয় দেশের প্রায় সব এলাকার পাম্পগুলোতে। পেট্রোল, ডিজেল, অকটেনের অতিরিক্ত দামের প্রতিবাদ করেন গ্রাহকরা। সকল পাম্পেই দেখা যায় লম্বা লাইন, মোটরসাইকেল রাইডাররা ভিড় জমান পাম্পের সামনে। 

পরে সারাদেশেই জ্বালানি তেলের এই দামবৃদ্ধির প্রতিবাদ ও ক্ষোভ জানানো হয়। সাধারণ নাগরিকরা নতুন কার্যকর হওয়া এই দাম মেনে নিতে পারছেন না। 

সিলেট

শুক্রবার রাতে সিলেটে জ্বালানি তেলের দাম বৃদ্ধির খবর ছড়িয়ে পড়লে নগরীর বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে ঘটে হুলস্থুল কাণ্ড। প্রায় প্রত্যেকটি পাম্পে গাড়ি ও মোটরসাইকেল চালকদের ভিড় দেখা গেছে। রাতে অনেকেই তেল না পেয়ে নগরীসহ বিভিন্ন এলাকার সড়কে বিক্ষোভ করে সড়ক অবরোধ করেন। এ সময় কয়েকটি সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করেন বিক্ষুব্ধরা।

ঠাকুরগাঁও

জ্বালানি তেলের দাম বৃদ্ধির খবরে গভীর রাতে জেলার ফিলিং স্টেশনগুলোতে ভিড় করেন বিভিন্ন যানবাহনের চালকরা। এসময় তেলের দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেন তেল নিতে আসা যানবাহন চালকরা। জেলার পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক জানান, সবাইকে সন্তুষ্ট রাখতেই অল্প করে তেল দেওয়া হচ্ছে।

রাঙ্গামাটি

সকাল থেকে রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কসহ জেলার সব কয়টি অভ্যান্তরীণ সড়কের যানবাহন চলাচল বন্ধ করে দেয় বাস মালিক সমিতি। সকাল থেকে আকস্মিক যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে চরম বিপাকে পড়েছেন পর্যটকসহ সব যাত্রীরা। হঠাৎ তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছেন জেলার সাধারণ মানুষ ও বাস মালিক সমিতি।

চাঁদপুর

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ঘোষণার পরই এ জেলার পেট্রল পাম্পগুলোতে গাড়ি নিয়ে ভিড় করেন চালকরা। এদিকে হঠাৎ করে এমনভাবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ জনগণ।

প্রসঙ্গত, আট মাসের ব্যবধানে বেড়েছে জ্বালানি তেলের দাম। সর্বশেষ ২০২১ সালের ৪ নভেম্বর ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানো হয়। সেই সময় এই দুই জ্বালানির দাম লিটারপ্রতি ৬৫ টাকা থেকে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা করা হয়। তবে ওই সময় পেট্রল আর অকটেনের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল।

চট্টগ্রাম

হঠাৎ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে বর্ধিত দামের সঙ্গে ভাড়া সমন্বয় করার দাবিতে শনিবার ভোর থেকে চট্টগ্রাম নগরে গণপরিবহন বন্ধ হয়ে যায়। সড়কে হঠাৎ বাস উধাও হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। এ সুযোগে রাইড শেয়ারিং, রিকশা ও সিএনজি চালিত গাড়ির চালকরা বাড়তি ভাড়া আদায় করছেন। এ নিয়ে যাত্রী ও চালকদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে।

শনিবার সকাল ৯টার দিকে নগরের আগ্রাবাদ, দেওয়ানহাট, টাইগারপাস, লালখান বাজার এলাকা ঘুরে দেখা গেছে, পরিবহন সংকটে মোড়ে মোড়ে কারখানা ও অফিসগামী যাত্রীদের ঢল নেমেছে। অনেকেই সিএনজি চালিত গাড়ি কিংবা ভাড়ায় চালিত মোটরসাইকেলে কর্মস্থলে যান। এছাড়া শ্রমজীবীদের অনেকেই ভ্যান ভাড়া করে গন্তব্যে রওনা দেন। আবার বাড়তি রিকশা ভাড়া দেখে অনেকেই হেটে কর্মস্থলে গেছেন।

সাভার

সাভারের আশুলিয়ায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সড়কে বিক্ষোভ ও অবরোধ চেষ্টাকালে তিন পরিবহন শ্রমিককে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। আটক তিনজন হলেন বিপ্লব (৩০), রাসেল (৩০) ও আলীরেজা (২৫)। তারা বিভিন্ন পরিবহনের চালক ও হেলপার বলে জানা গেছে।

শনিবার সকালে টঙ্গী-বাইপাইল-ইপিজেড সড়কের শিমুলতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, সকালে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে আশুলিয়ার শিমুলতলা বাসস্ট্যান্ডে কিছু লোকজন জড়ো হতে থাকে। পরে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ ও বিশৃংখলার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে লাঠিসহ তিন যুবককে আটক করা হয়। তারা সকলে বিভিন্ন পরিবহন শ্রমিক বলে জানা গেছে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়