নিজস্ব প্রতিবেদক
নভেম্বরেও রেমিট্যান্স ছাড়ালো ২০০ কোটি

ফাইল ছবি
প্রবাসী বাংলাদেশিরা চলতি বছর চতুর্থ বারের মতো ২০০ কোটি মার্কিন ডলারের উপর রেমিট্যান্স পাঠিয়েছেন। সদ্য সমাপ্ত নভেম্বর মাসে প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ ছিল ২০৮ কোটি ডলার।
গত বছরের নভেম্বর মাসে এই রেমিট্যান্স ছিল ১৫৫ কোটি ডলার, যা এবার প্রবৃদ্ধি হয়েছে ৩৩ দশমিক ৬৩ শতাংশ।
তবে অক্টোবরের তুলনায় নভেম্বরে রেমিট্যান্স কিছুটা কমেছে। অক্টোবরে প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ ছিল ২১১ কোটি ডলার।
লক্ষণীয় ব্যাপার হলো, গত জুলাই থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে একমাত্র আগস্ট বাদে বাকি চার মাসে রেমিট্যান্স ২০০ কোটি ডলারের উপরে এসেছে। আগস্টে প্রবাসী আয় এসেছিল ১৯৬ কোটি ডলার।
এই নিয়ে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ দাঁড়াল ১০ দশমিক ৯০ বিলিয়ন ডলার, যেটা গত বছরের একই সময়ে ছিল ৭ দশমিক ৭১ বিলিয়ন ডলার।
কোভিড-১৯ মহামারিতে অচলায়তন বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ অর্থনীতির বিশ্লেষকদের কাছে বিস্ময়ের উপাখ্যান হয়ে আছে।
অবশ্য অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের মতে প্রণোদনা আর বৈধ পথে অর্থ পাঠানো বৃদ্ধি পাওয়ায় রেমিট্যান্স বাড়ছে।
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- রিজেন্ট সাহেদ মৌলভীবাজারে!
- ‘মে মাসের শেষের দিকে করোনা চরম পর্যায়ে যেতে পারে’
- মুজিব শতবর্ষে কুইজ প্রতিযোগিতা, ঘরে বসে লাখ টাকার হাতছানি
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- আসছে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’ আঘাত হানবে আগামী মাসেই
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- তালিকা হবে রাজাকারদের
- নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান