Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫,   আষাঢ় ১৯ ১৪৩২

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২১:১৫, ২১ নভেম্বর ২০২০

পাকিস্তান ছাড়ার হুমকি দিল ফেসবুক-গুগল- টুইটার

ফাইল ছবি

ফাইল ছবি

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম নীতিমালায় কড়াকড়ি আরোপ করেছে পাকিস্তান। এই কারণে পাকিস্তান ছাড়ার হুমকি দিয়েছে ফেসবুক, গুগল এবং টুইটারের মতো প্রযুক্তি প্রতিষ্ঠান।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেক ক্রাঞ্চ জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান একটি আইনে স্বাক্ষর করেন। ওই আইন অনুযায়ী, দেশটির সরকার ‘ক্ষতিকর, অনৈতিক এবং হতাশা সৃষ্টিকারী’ কনটেন্টের জন্য ব্যবস্থা নিতে পারবে।

আইনে বলা হয়েছে, যদি ইসলাম বিরোধী কোনো মন্তব্য এই মাধ্যমগুলোতে পাওয়া যায় তাহলে ৩.১৪ মিলিয়ন ডলার জরিমানা নেওয়া হবে ।

গুগল, ফেইসবুক, টুইটারের মতো সংস্থাগুলোর যৌথ সংগঠন এশিয়া ইন্টারনেট কোয়ালিশনের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানানো হয়েছে।

‘প্রিভেনশন অব ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্ট ২০১৬’-এর পক্ষ থেকে বলা হয়েছে, এই আইনের ফলে অবাধ ইন্টারনেট ব্যবস্থা আর থাকছে না। তাতে ইন্টারনেট কোম্পানির অস্তিত্বও হুমকিতে পড়বে।

ইন্টারনেট নিয়ন্ত্রণে পাকিস্তান সব সময় সচেষ্ট। দেশটি আগে একবার এমন পদক্ষেপ নেয়ায় মার্কিন প্রযুক্তিগুলোর পক্ষ থেকে হুমকি দেয়া হয়েছিল। সেবার পাকিস্তান সরকার পিছু হটে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়