Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১১ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪১, ২ মার্চ ২০২৪

রাজধানীর গাউসুল আজম মার্কেটে আগুন

বিকেল সাড়ে ৪টায় মার্কেটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। ছবি- সংগৃহীত

বিকেল সাড়ে ৪টায় মার্কেটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। ছবি- সংগৃহীত

দেশজুড়ে বেইলি রোডের আগুন লাগার ঘটনা নিয়ে আলোচনার মধ্যেই রাজধানীর গাউসুল আজম মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে দুইটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। 

শনিবার (০২ মার্চ) বিকেল সাড়ে ৪টায় আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেল সাড়ে ৪টায় নিউমার্কেট গাউসুল আজম মার্কেটের দোকানে আগুন লাগার খবর পাওয়া যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এর আগে, বৃহস্পতিবার রাতে বেইলি রোডের একটি বহুতল বাণিজ্যিক ভবনে আগুন লাগে। এতে ৪৬ জনের মৃত্যু হয়।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ