আই নিউজ ডেস্ক
সারাদেশে ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি
দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর বাকি মাত্র ১৯ দিন। শুরু হয়ে গেছে প্রার্থীদের নির্বাচনি প্রচার-প্রচারণা। অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ভোটকেন্দ্র থাকবে ৪২ হাজার ১০৩টি। নির্বাচনি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাষ্ট্রপতির নীতিগত অনুমোদনে মাঠে থাকবে সেনাবাহিনীও।
সোমবার (১৮ ডিসেম্বর) প্রতীক বরাদ্দের মধ্য শেষ হয়েছে প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনের দেনদরবার। এবার শুরু অপেক্ষা আর প্রচার প্রচারণা চালিয়ে যাওয়ার সময়। যদিও এইসময় প্রচার-প্রচারণা চালানোর সময়ও বেশকিছু বিষয় মেনে চলতে প্রার্থীদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের তথ্য বলছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮৫২ জন।
৪ লাখ ৬ হাজার ৩৬৪ জন প্রিজাইডিং অফিসার, ২ লাখ ৮৭ হাজার ৭২২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৫ লাখ ৭৫ হাজার ৪৪৩ জন পোলিং অফিসার। মোট ৯ লাখ ৯ হাজার ৫২৯ জন ভোটগ্রহণ কর্মকর্তা নির্বাচনে দায়িত্ব পালন করবেন।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, ভোটের আগে-পরে ১৩ দিন নিয়োজিত থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আনসারের ৫ লাখ ১৬ হাজার সদস্য, কোস্টগার্ডের ২ হাজার ৩৫০ জন, বিজিবির ৪৬ হাজার ৮৭৬ সদস্য, পুলিশের (র্যাবসহ) থাকবে ১ লাখ ৮২ হাজার ৯১ জন সদস্য। অর্থাৎ ৭ লাখ ৪৭ হাজার ৩২২ জন সদস্য ভোটের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।
এছাড়া রাষ্ট্রপতির নীতিগত অনুমোদনে মাঠে থাকবে সেনাবাহিনীও।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের