Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫,   আষাঢ় ২৮ ১৪৩২

ইয়ানূর রহমান

প্রকাশিত: ১২:০৪, ৯ সেপ্টেম্বর ২০২৩

বেনাপোল থেকে আবারো ২৫টি ককটেল উদ্ধার

আগের উদ্ধার করা ককটেল বো-মা-র ছবি

আগের উদ্ধার করা ককটেল বো-মা-র ছবি

বেনাপোলে সম্প্রতি দুই দফায় ৪১টি ককটেল বোমা উ-দ্ধা-রে-র কিছুদিনের মধ্যেই আবারও ২৫টি ককটেল পেয়েছে যশোর র‍্যাব-৬। শুক্রবার (৮ সেপ্টেম্বর) এই কক-টেল গুলো উ-দ্ধা-র করেন র‍্যাব-৬ এর সদস্যরা। 

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে বেনাপোলের বড় আঁচড়া গ্রামের ৩৫ নম্বর সেট এলাকা থেকে ২৫টি তাজা কক-টেল বোমা উ-দ্ধা-র করা হয়। 

এসব কক-টেল ৩৫ নম্বর কেমিক্যাল গোডাউনের উত্তর পাশের পুকুর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল বলে জানিয়েছে র‍্যাব-৬। উদ্ধারকৃত ককটেল গুলো বেনাপোল পোর্ট থানায় জমা করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বো-মা উ-দ্ধা-রে-র খবর নিশ্চিত করে বলেন,যশোর র‍্যাব-৬ ক্যাম্পের সদস্য বো-মা-গুলো থানায় জমা দিয়ে গেছে।

উল্লেখ্য, এর আগে দুই দফায় ৪১টি বোমা উদ্ধার করেছে বেনাপোল এলাকা থেকে এবং আরো ২৫টি বোমা উদ্ধার করা হলো।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ