Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫,   আষাঢ় ২৮ ১৪৩২

হুমায়ুন কবির, তারাকান্দা

প্রকাশিত: ১৬:১১, ১০ সেপ্টেম্বর ২০২৩

ফুলপুরে দিনের পর দিন মেয়েকে ধ-র্ষ-ণ, লম্পট পিতা গ্রেফতার

মেয়েকে ধ-র্ষ-ণে-র অপরাধে গ্রেফতার পিতা আশ্রব আলী। ছবি- আই নিউজ

মেয়েকে ধ-র্ষ-ণে-র অপরাধে গ্রেফতার পিতা আশ্রব আলী। ছবি- আই নিউজ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ফুলপুরে নিজের মেয়েকে ধ-র্ষ-ণে-র অভিযোগে এক পিতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ওই পিতার নাম আশ্রব আলী(৪৮)। তিনি তারাকান্দা উপজেলার ফুলপুর ইউনিয়নের বনগাঁও এলাকার মৃত আমির হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে,আশ্রব আলীর স্ত্রী পারিবারিক দ্বন্দ্বের কারণে ঢাকায় থাকেন। সেই সুবাদে মেয়েকে নিয়ে এক ঘরে থাকার সুযোগ পান আশ্রব আলী। প্রায় রাতে মেয়েকে হাত-পা বেঁধে, মুখ চেপে জোরপূর্বক ধ-র্ষ-ণ করতেন বলে অভিযোগ। এসব কারও কাছে প্রকাশ করলে দা দিয়ে জ-বা-ই করে মেরে ফেলার হুমকিও দিতেন মেয়েক। এভাবেই দীর্ঘদিন ধরে মেয়েকে ধ-র্ষ-ণ করে আসছিলেন পিতা আশ্রব আলী। 

অপরদিকে লোক লজ্জার ভয়ে মেয়েও কারো কাছে কিছু বলেন নি। সবশেষে পিতার অ-নৈ-তি-ক কর্মকাণ্ডে অতিষ্ট হয়ে ঢাকায় পালিয়ে যায় মেয়েটি। ঢাকায় গিয়ে ঘটনাটি তার মাকে বলে। পরে মা তার উপায় অন্তর না পেয়ে থানায় এসে নিজে বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করলে।

পুলিশ অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তারের পর আশ্রব আলীকে গ্রেফতার করে আদালতে পাঠায়।

এ ব্যাপারে ফুলপুর থানার (ওসি)আব্দুল্লাহ আল মামুন বলেন, একটি হারানো জিডির তদন্ত করতে গিয়ে আমরা বিষয়টি জানতে পারি। ঘটনাটি ন্যা-ক্কা-র-জনক। আমরা ধ-র্ষি-তা-র মায়ের অভিযোগের প্রেক্ষিতে ল-ম্প-ট পিতাকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছি। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ