Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫,   আষাঢ় ২০ ১৪৩২

প্রবাস ডেস্ক

প্রকাশিত: ১০:৫৯, ২৫ জুলাই ২০২০
আপডেট: ১২:১৩, ২৫ জুলাই ২০২০

বন্ধুত্বের হাত বাড়াল মালয়েশিয়া

টাকা ছাড়াই বাংলাদেশিদের নিয়োগ দেবে মালয়েশিয়ার দুই কোম্পানি। বন্ধুত্বের নিদর্শন হিসেবে মালয়েশিয়ার দুটি কোম্পানি বাংলাদেশ থেকে যাওয়া কর্মীদের নিয়োগের ক্ষেত্রে শূন্য ব্যয় নীতি গ্রহণ করেছে। এখন থেকে এ দুটি কোম্পানির চাকরি প্রাপ্ত শ্রমিকদের কোনো অর্থ ব্যয় করতে হবে না। 

শুক্রবার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের অফিসিয়াল পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, মালয়েশিয়ার এ দুটি কোম্পানি ১২৮১ জন বাংলাদেশি শ্রমিককে কিস্তিতে ১৭ হাজার ৫০০ রিংগিত দিতে শুরু করেছে। যা তাদের নিয়োগ ব্যয় হিসেবে ধরা হয়েছে।

প্রাথমিক পর্যায়ে লে-অফে থাকা ১২৭ কর্মীকে অন্য একটি কোম্পানিতে স্থানান্তর করার প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যান্য আরও অনেক কোম্পানিকে একই ব্যবস্থার মধ্যে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়