Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৫, ২৯ ডিসেম্বর ২০২০
আপডেট: ২১:৩৮, ২৯ ডিসেম্বর ২০২০

রোল নয় শিক্ষার্থীরা পাবে আইডি নম্বর

ফাইল ছবি

ফাইল ছবি

আগামী বছর থেকে শিক্ষার্থীদের রোল নম্বরের পরিবর্তে দেয়া হবে আইডি নম্বর। মঙ্গলবার এক অনলাইন ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। 

শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রত্যেক শ্রেণিতে যে রোল নম্বর থাকে, রোল নম্বরের যে প্রথা চলে আসছে, এতে অনভিপ্রেত প্রতিযোগিতা হচ্ছে। যাতে শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতার মনোভাবের অভাব ঘটে। এই রোল নম্বরের কারণে সবাই সামনে আসতে চায়। আমরা চেষ্টা করছি ২০২১ শিক্ষাবর্ষ থেকে শ্রেণি রোল নম্বরের পরিবর্তে আইডি নম্বর প্রদান করতে। এতে পুরনো রোল নম্বর প্রথার বিলুপ্তি হবে। আর অনভিপ্রেত প্রতিযোগিতা বন্ধ হয়ে শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতার মনোভাব তৈরি হবে।’

আরও পড়ুন: অভিভাবকদের হাতে দেয়া হবে প্রাথমিকের বই

তিনি বলেন, ‘প্রাথমিক থেকে সব শিক্ষার্থীর ইউনিক আইডি দেওয়া হবে। পুরো শিক্ষা জীবনে সে ওই আইডি নম্বর নিয়ে থাকবে, তাতে তাকে ট্র্যাক করা যাবে, সে ঝরে পড়ছে কি না।’

শিক্ষামন্ত্রী বলেন, যদি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে তাহলে ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত ক্লাস হতে পারে। এ সময়ে পিছিয়ে পড়া সিলেবাস শেষ করা হতে পারে।

আরও পড়ুন: জুনে এসএসসি, জুলাই-আগস্টে হতে পারে এইচএসসি

তিনি বলেন, সিলেবাস ছোট করে আগামী এসএসসি ও সমমানের পরীক্ষা নেয়া হতে পারে। সিলেবাস ছোট করার কাজও চলছে। ১৫ জানুয়ারির মধ্যে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এছাড়া আগামী বছরের জুনে এসএসসি পরীক্ষা ও জুলাই-আগস্টে এইচএসসি নেয়া হতে পারে বলেও জানান শিক্ষামন্ত্রী।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ