Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

জাবি প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪৬, ২১ ফেব্রুয়ারি ২০২১

জাবি শিক্ষার্থীদের ওপর গেরুয়াবাসীর হামলা: ২৫০ জনের বিরুদ্ধে মামলা

আহত এক শিক্ষার্থী

আহত এক শিক্ষার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ওপর গেরুয়াবাসীর হামলার ঘটনায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী সজল বাদী হয়ে রোববার (২১ ফেব্রুয়ারি) বিকেলে আশুলিয়া থানায় এ মামলাটি দায়ের করেন।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুর রশিদ বলেন, ‘বিকেলের দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অজ্ঞাতানামাদের আসামি করে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।’

এর আগে রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে সংবাদ সম্মেলন করে হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এ সময় আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করার আল্টিমেটামও দেয়া হয়েছিল।

উল্লেখ্য, গত শুক্রবার ক্রিকেট খেলাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে শিক্ষার্থীদের ওপর হামলা করে স্থানীয় গ্রামবাসী। এ ঘটনায় অন্তত ৪০ জন শিক্ষার্থী আহত হয়।

আইনিউজ/এসডিপি

আরও পড়ুন: জাবি শিক্ষার্থীদের ওপর গেরুয়াবাসীর হামলা, আহত ৪০

Green Tea
সর্বশেষ