Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

জিএম ইমরান, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:২১, ১১ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ২০:৫৪, ১১ ফেব্রুয়ারি ২০২২

শাবি উপাচার্যকে দুঃখপ্রকাশ করতে বললেন শিক্ষামন্ত্রী

প্রকাশ্যে এলেন শাবির ভিসি ফরিদ, ইনসেটে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

প্রকাশ্যে এলেন শাবির ভিসি ফরিদ, ইনসেটে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে দুঃখপ্রকাশ করতে বললেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৭টা ২৫ মিনিটের দিকে শাবি উপাচার্যের অফিসের কনফারেন্স রুমে শাবি শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। একইদিন সন্ধ্যায় ৭টা ৪০মিনিটের দিকে এ বিষয়ে সাংবাদিকদের বলেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম।

শাবির এ কোষাধ্যক্ষ আরো বলেন, আগামী ১৪ই ফেব্রুয়ারি আমাদের বিশ্ববিদ্যালয় দিবস। আর এ দিবসের আগেই বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার শাবি উপাচার্যকে বলেছেন শিক্ষামন্ত্রী।

প্রথমবার প্রকাশ্যে শাবি উপাচার্য

কড়া নিরাপত্তার মাধ্যমে প্রথমবারের মতো বাসভবনের বাইরে এসেছেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। 

শুক্রবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের দিকে উপাচার্যের কনফারেন্স রুমে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী নৌফেল হাসান চৌধুরীর সাথে বৈঠকে যোগ দিতে তিনি এমনভাবে প্রকাশ্য বের হন এবং, বৈঠক শেষে একইরকম নিরাপত্তার মাধ্যমে উপাচার্যের অফিস ত্যাগ করেন।

শিক্ষার্থীদের সাথে শিক্ষামন্ত্রীর দীর্ঘ বৈঠক

 

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ৩ টায় সিলেট সার্কিট হাউজে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বৈঠকে বসেন শাবির আন্দোলনকারীদের ১১ সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের অপসারণ কেন প্রয়োজন তার ব্যাখ্যা তুলে ধরেন শিক্ষার্থীরা।

শাবি শিক্ষার্থীদের সাথে বৈঠকে শিক্ষামন্ত্রী। ছবি- জিএম ইমরান

শিক্ষামন্ত্রী বলেন, শাবিপ্রবির শিক্ষার্থীরা আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এখানে এসেছি। সেখানে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। সে সমস্যা সমাধানের চেষ্টা করবো। এ বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কাজকর্ম কেমন চলছে সেগুলো দেখবো।

তিনি আরও বলেন, শাবিপ্রবির মতো সমস্যা প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়েই হয়। জাতীয় উদ্যোগের মাধ্যমে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে।

বৈঠক শেষে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীদের দাবি-দাওয়া তার কাছে যৌক্তিক মনে হয়েছে।  ‍উপাচার্যের পদত্যাগের দাবির বিষয়টি আচার্যকে (রাষ্ট্রপতি) জানাবো। এ ব্যাপারে তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

বৈঠকে শাবির প্রতিনিধি দল। ছবি- জিএম ইমরান

শিক্ষার্থীদের প্রতিনিধি দলের মধ্যে ছিলেন মুহাইমিনুল বাশার রাজ (ফিজিক্স), ইয়াসির সরকার (ফিজিক্স), নাফিসা আনজুম (লোকপ্রশাসন), সাব্বির আহমেদ (লোকপ্রাশাসন), আশিক হোসাইন মারুফ (ওশেনোগ্রাফি), সাবরিনা শাহরিন রশীদ (ফিজিক্স), সুদীপ্ত ভাস্কর (ফিজিক্স), শাহরিয়ার আবেদীন (ফিজিক্স), আমেনা বেগম (সিভিল), মীর রানা (অর্থনীতি) এবং জাহিদুল ইসলাম অপূর্ব।

গত ১৩ জানুয়ারি রাতে বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণের অভিযোগে আন্দোলনে নামেন ওই হলের শিক্ষার্থীরা। পরদিন রবিবার আন্দোলনরত শিক্ষার্থীরা আইসিটি ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করেন। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে।

১৫ জানুয়ারি বিকালে ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা করে, কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে শিক্ষার্থী ও কর্মকর্তাসহ অন্তত অর্ধশত আহত হন। এরপর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় শাবি কর্তৃপক্ষ।

তবে তা উপেক্ষা করে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা বিশ্ববিদ্যালয়ের এক কিলোতে উপাচার্যের বাসভবনের সামনে অনশন শুরু করেন।

গত ২৬ জানুয়ারি সকালে বিশ্ববিদ্যালয়টির সাবেক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল অনশনরত ২৮ জন শিক্ষার্থীর অনশন ভাঙান। এরপর থেকে অহিংস আন্দোলনের ঘোষণা দিয়ে অবরোধ ও অনশন কর্মসূচি থেকে সরে দাঁড়িয়েছিলেন শিক্ষার্থীরা। বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে আন্দোলন চালিয়ে আসছিলেন তারা।

এর পর গত বুধবার বিকালে উপাচার্যের পদত্যাগ, শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং বন্ধ করে দেওয়া বিকাশ অ্যাকাউন্টগুলো খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

আইনিউজ/জিএম ইমরান/এসডি

আইনিউজ ভিডিও 

শাবিপ্রবি শিক্ষককে ফেনসিডিল সাপ্লাই দিতে গিয়ে গার্ড আটক!

`প্রাণ দেবো, তবু ভিসির পদত্যাগ চাই` | কাফন মিছিলে শাবিপ্রবি শিক্ষার্থীরা | Eye News

শিক্ষার্থীরা লড়েছে মৃত্যুর সাথে, অসুস্থদের অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছে হাসপাতালে

Green Tea
সর্বশেষ