Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

জিএম ইমরান, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৮, ১০ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ১৯:০২, ১০ ফেব্রুয়ারি ২০২২

রঙের তুলিতে রক্তের স্মৃতি আঁকলো শাবির আন্দোলনকারীরা

`স্বৈরাচার্য` লিখে লাল হাতের ছাপ দিচ্ছেন শিক্ষার্থীরা। ছবি- জিএম ইমরান

`স্বৈরাচার্য` লিখে লাল হাতের ছাপ দিচ্ছেন শিক্ষার্থীরা। ছবি- জিএম ইমরান

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড এবং বুলেটের প্রতিবাদ জানিয়েছে রক্তের রং লাল হাতের ছাপে। গত ১৬ জানুয়ারি আন্দোলনরত শিক্ষার্থীদের প্রথম যে স্থানে রক্ত ঝরেছিলো সে-স্থানটিকে স্মৃতি হিসেবে রাখতে তারা এ উদ্যোগ নেয়।

ব্যতিক্রমী এ আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে তারা হাতে লাল রঙ লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনে ছাপ লাগিয়ে দেয়।

রক্তের এ ছাপ মারার কারণ হিসেবে আন্দোলনকারী শিক্ষার্থী শাহরিয়ার আবেদিন বলেন, ১৬ জানুয়ারি পুলিশের হামলায় শিক্ষার্থীদের রক্ত ঝরার স্মৃতি এবং অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের চিরন্তন লড়াইয়ের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়।

এর আগে, একই দিন বেলা ৪টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। যেটি বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর হতে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন দিক প্রদক্ষিণ শেষে আইআইসিটি ভবনের সামনে এসে শেষ হয়।

এ বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা 'ফরিদের দালালেরা হুশিয়ার সাবধান', 'একাউন্টগুলো বন্ধ কেন?', 'ফরিদের গদি অস্তাচলে ফরিদ যাবে রসাতলে' সহ বিভিন্ন স্লোগান দেয়।

উল্লেখ্য, ১৬ জানুয়ারি (রবিবার) শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদ জানিয়ে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে নানা কর্মসূচির মাধ্যমে অন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থীরা। এমনকি অনশন ভাঙার পরও অহিংস আন্দোলনের অংশ হিসেবে ক্যাম্পাসে গান, কবিতা, তথ্যচিত্র প্রদর্শনী, গীতি আলেখ্য আয়োজন, টং চালুসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করে আসছে তারা।

আইনিউজ/জিএম ইমরান/এসডি

আইনিউজ ভিডিও 

শাবিপ্রবি শিক্ষককে ফেনসিডিল সাপ্লাই দিতে গিয়ে গার্ড আটক!

`প্রাণ দেবো, তবু ভিসির পদত্যাগ চাই` | কাফন মিছিলে শাবিপ্রবি শিক্ষার্থীরা | Eye News

শিক্ষার্থীরা লড়েছে মৃত্যুর সাথে, অসুস্থদের অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছে হাসপাতালে

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়