Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ৩০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:১৭, ১৪ মে ২০২০

নিলামের সম্পূর্ণ টাকা দিয়ে অসহায়দের সাহায্য করবে `চিরকূট`

করোনাভাইরাসের কারণে দেশের অনেক তারকা নিজেদের ব্যবহার্য জিনিস নিলামে তুলছেন। দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুটও নিলামে তুলেছিল পাভেলের ড্রামস কিট, ইমনের গিটার, শারমীন সুলতানা সুমির নাকের নথ ।

১০ লাখ টাকায় বিক্রি হয়েছে তাদের সেই জিনিসগুলো। অস্ট্রেলিয়া বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ নামে একটি কোম্পানির কর্ণধার অস্ট্রেলিয়ান প্রবাসী জায়েদি সজীব কিনেছেন এই জিনিসগুলো। গতকাল রাতেই সেগুলোর বিক্রি হয়।

ব্যান্ডটির অন্যতম সদস্য শারমীন সুলতানা সুমি বলেন, এই ১০ লাখ টাকা এই মুহূর্তে আমাদের জন্য ১০ কোটি টাকার চেয়েও মূল্যবান। আমরা ঠিক করেছি টাকা দিয়ে  ২০টি পরিবারকে ১০ হাজার করে ৫ মাসের খরচ হিসেবে দেব।'

করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াতে দাতব্য সংস্থা ‘অকশন ফর অ্যাকশন’ দেশের জনপ্রিয় তারকাদের প্রিয় জিনিস নিলামে তুলে অর্থ সংগ্রহ করছে। সেখান থেকে প্রাপ্ত অর্থ তারকার পছন্দের প্রতিষ্ঠানে অনুদান হিসাবে দেওয়া হচ্ছে। 

‘অকশন ফর অ্যাকশন’র দায়িত্বে আছেন চিশতী ইকবাল, আরিফ আর হোসেন ও প্রীত রেজা।

এর আগে হুমায়ুন ফরীদির বহুল ব্যবহৃত চশমা, সাকিব আল হাসানের প্রিয় ব্যাট, কণ্ঠশিল্পী তাহসান খানের প্রথম অ্যালবামের ডেট টেপ সহ আরো অনেক জিনিসের নিলাম করে সংস্থাটি।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ