Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ৩০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৪, ১৫ মে ২০২০
আপডেট: ১৯:৪৭, ১৫ মে ২০২০

মা-বাবাকে ছেড়ে থাকতে ভালো লাগেনা সালমানের

ভাইজান খ্যাত বলিউড সুপারস্টার সালমান খান মা-বাবাকে ছেড়ে বেশিদিন থাকতে পারেন না।কাজের খাতিরে বাইরে থাকলেও নিজের পিতা-মাতাকে খুব বেশিই মিস করেন।তাই,পৃথিবীর যেকোনো প্রান্তে যে কাজেই থাকেন না কেন কাজ শেষে সোজা বাড়িতে তাঁর পিতা-মাতার কাছে ফিরবেনই সল্লু ভাই।

ভারতে লকডাউনের শুরুতেই বোন অর্পিতার পরিবার,জ্যাকলিন ফার্নান্দেজ,ওয়ালুসকা ডি সুজা,রাহুল এন কানাল,কামাল খান এবং ইউলিয়া ভানতুরকে নিয়ে তাঁর পামভেলের ফার্ম হাউজে গিয়েছিলেন।সেখানে থেকে আশেপাশের মানুষকে সাহায্যের জন্য ত্রাণসামগ্রীও বিতরণ করেন।

এছাড়াও সেখানে জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে একটা মিউজিক ভিডিওর কাজও সেরেছেন,যা তাঁর নিজের ইউটিউব চ্যানেলে 'তেরে বিনা' শিরোনামে মুক্তিও দিয়েছেন। । ইতোমধ্যে ইউটিউবে গানটি দেখা হয়েছে প্রায় ১ কোটি ৭০ লক্ষেরও বেশিবার। বন্ধুবান্ধবদের সাথে কাজের ফাঁকে ফাঁকে সেখানকার প্রকৃতির সাথে ভালোই মেতে উঠেছিলেন। এতো আনন্দ উপভোগের মাঝে মা-বাবার প্রতি টান ঠিকই অনুভব করতেন। তাই সবকিছু ঘুছিয়ে সোজা চলে আসলেন মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে,যেখানে রয়েছেন ভাইজানের ভাইয়েরা আর প্রিয় মা-বাবা।

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ