Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ৩০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:১৩, ১৮ মে ২০২০

কোয়ারেন্টাইনে বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি

করোনায় সব ধরণের মানুষই আক্রান্ত হচ্ছেন। ডাক্তার, পুলিশ, তারকা থেকে শুরু করে সরকারী কর্মকর্তা কেউই বাদ যাচ্ছেন না করোনার আক্রমণ থেকে।

এবার করোনা সংক্রমণের ঝুঁকিতে আছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। তাই তাকে ১৪ দিনের  হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যম বলছে, পরিবারের সঙ্গে বাড়িতেই কোয়ারেন্টাইনে গিয়েছেন বলিউডের এ অভিনেতা। নিজের উত্তরপ্রদেশে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে যান তিনি।

লকডাউনের মধ্যে ট্রাভেল পাস পেয়ে উত্তরপ্রদেশের মুজাফফরনগরের বুধানায় নিজের বাড়িতে পৌঁছান নওয়াজউদ্দিন সিদ্দিকি। পুরনো বাড়িতে যাওয়ার পরই অভিনেতা-সহ তার পরিবারকে কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশ দেওয়া হয় স্থানীয় থানার পক্ষ থেকে।

করোনা পরীক্ষাও করানো হয়েছে। তবে পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তারপরেও সুরক্ষার জন্য আগামী ১৪ দিন অভিনেতা এবং তার পরিবারকে হোম কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

এদিকে করোনাভাইরাসে ভারতে আক্রান্তের সংখ্যা ৯৫ হাজার ছাড়িয়েছে। মারাও গেছেন ৩ হাজারের বেশি মানুষ।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ