Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ৩০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:১৭, ১৯ মে ২০২০

বয়স্কদের সাহায্য করতে এগিয়ে এলেন আয়ুষ্মান

করোনাভাইরাস মোকাবিলায় সকল সামর্থ্যবানরাই এগিয়ে এসেছেন। ভারতের বলিউডের সকল তারকারাই নিজ নিজ অবস্থান থেকে করোনায় ক্ষতিগ্রস্থদের সাহায্য করছেন।

এবার সেই কাজে এগিয়ে এলেন আরেক বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা । বাড়িতে থেকেই এক মহৎ কাজে নিয়োজিত করেছেন নিজেকে।

দেশটির জাতীয় মহিলা কমিশনের সঙ্গে কাঁধ মিলিয়ে সমাজের বয়স্ক মানুষদের সাহায্যার্থে এগিয়ে এলেন তিনি।

লকডাউন সমাজের বয়স্ক মানুষের জন্য খুব কঠিন পরিস্থিতির সৃষ্টি করছে। লকডাউনের কারণে বন্ধ বেশিরভাগ দোকান। এমন পরিস্থিতিতে প্রয়োজনীয় জিনিস, বিশেষ করে ওষুধপত্র ও মেডিক্যাল সরঞ্জাম আনা মুশকিল হয়ে গিয়েছে। এই পরিস্থিতি থেকে ভারতের বয়স্ক মানুষদের উদ্ধার করতে একটি উদ্যোগ নিয়েছে দেশটির মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের জাতীয় মহিলা কমিশন।

আর তাই এই কাজে নিজেকে যুক্ত করেছেন বলিউড অভিনেতা আয়ুষ্মান। সোশ্যাল মিডিয়ায় #HappyToHelp নামে একটি হ্যাশট্যাগও চালু হয়েছে এরই মাঝে।

একটি টুইটে আয়ুষ্মান নিজে বলেছেন, 'এই পরিস্থিতিতে #HappyToHelp টাস্ক ফোর্স একটি অভূতপূর্ব উদ্যোগ। লকডাউনের মধ্যে জাতীয় মহিলা কমিশন প্রবীণ নাগরিকদের প্রয়োজনীয় মেডিক্যাল সরঞ্জাম ও ওষুধ সরবরাহের উদ্যোগ নিয়েছে। কারোর যদি প্রয়োজন হয় [email protected]এ ইমেল করে প্রয়োজনের কথা জানাতে পারেন।'

করোনায় এরই মধ্যে ভারতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। মারা গেছেন ৩ হাজারের বেশি মানুষ।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ