Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ৩০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬:০৪, ২২ মে ২০২০
আপডেট: ০৬:১৭, ২২ মে ২০২০

সিনেমার সুপারস্টার জাহিদ হাসানের শিডিউল পাওয়াই দুষ্কর

তিনি বাংলা সিনেমার সুপারস্টার।তাঁর ছবি মানেই সুপারহিট।বহু প্রযোজক তাঁকে দিয়ে ছবি নির্মাণ করে রাতারাতি কামিয়েছেন বিশাল অঙ্কের টাকা।তাঁর শিডিউল পাওয়া যেন এক বিশাল ব্যাপার।তাঁর প্রতিটি সিনেমাই আবার মারমার-কাটকাট ঘরানার।

বাংলা সিনেমার পরিচালক একে ঝিন্টু 'প্রেমের দুনিয়া' নামে ছবিতে বহু দেন-দরবার করে এই সুপারস্টারকে অভিনয় করাতে রাজি করান।সুপারস্টারের কাছ থেকে ২২ দিনের শিডিউল পান পরিচালক।ছবিতে সুপারস্টারের পছন্দের নায়িকা টুম্পা মণি।সবকিছু ঠিকঠাক করে 'প্রেমের দুনিয়া' ছবির শুটিংয়ে বেরিয়ে পড়েন তাঁরা।শুরু হয় শুটিং।

এদিকে প্রতিদিনই শুটিংয়ে নায়কের ইচ্ছামতো দৃশ্য সাজাতে হয়।শুটিং শুরু ও শেষ করতেও হয় তাঁর কথা মতো।পান থেকে চুন খসলেই প্রোডাকশন ম্যানেজার, বয়দের নায়কের কাছে হতে হয় নাজেহাল।ওদিকে রাত নামলেই সুপারস্টার এই নায়কের থাকে বিশেষ চাহিদা।এতোকিছুর পরেও সুপারস্টারের প্রশংসায় পঞ্চমুখ থাকতে হয় পরিচালকের।

সিনেমার জগতের কাহিনী নিয়ে সাত পর্বের ধারাবাহিক নাটক 'ইস্কান্দার শাহ সুপারস্টার'।আর সুপারস্টারের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান।বরাবরের মতো এবারও দর্শকদের মনে আনন্দ দিতে ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করছেন এই তারকা।

জাহিদ হাসান বলেন,'আমার চরিত্রটি একটু একরোখা স্বভাবের।প্রোডাকশনের লোকজনের সঙ্গে বাজে ব্যবহার করা,নিজের মতো করে চিত্রনাট্য ঘুরিয়ে দেওয়া,নায়িকার সঙ্গে অকারণে ঘনিষ্ঠ হওয়াই আমার কাজ।নাটকের শেষে গিয়ে দর্শকেরা একটা মজার গল্প খুঁজে পাবেন।'

নাটকটি পরিচালনা করেছেন হিমু আকরাম।তিনি জানান ফিল্ম ইউনিটের অদ্ভুত কিছু চরিত্র নিয়েই এই নাটক।তিনি বলেন,'নাটকটির মধ্যে সিনেমা জগতের কিছু বাস্তব চিত্র খুঁজে পাওয়া যাবে,যা রসাত্মকভাবে তুলে আনার চেষ্টা করেছি।'

সিনেমার নায়িকা টুম্পা মণির চরিত্রে এ নাটকে দেখা যাবে নীলাঞ্জনা নীলাকে।এতে আরও অভিনয় করেছেন মুনিরা মিঠু, সাজু খাদেম, আরফান আহমেদ প্রমুখ।হিমু আকরাম জানান,করোনাভাইরাস বিস্তারের আগে আগে নাটকটির শুটিং শেষ করেছিলেন তিনি।ঈদের দিন থেকে প্রতিদিন এক পর্ব করে নাটকটি দেখানো হবে আরটিভিতে।

 

সূত্র:প্রথম আলো

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ