বিনোদন ডেস্ক
আপডেট: ২০:৩৬, ২২ মে ২০২০
চিকিৎসকদের জন্য আলিয়ার বাক্সবন্দি ভালবাসা

করোনাভাইরাসের সাথে দিনরাত লড়ে যাচ্ছেন জরুরী পরিসেবার সঙ্গে যুক্ত কর্মীরা। যোদ্ধার মতো লড়ে যাচ্ছেন চিকিৎসকরা । তাদের সাহায্যে এগিয়ে এসেছেন অনেকেই।
এবার এই কাজে এগিয়ে এলেন আলিয়া ভাট। যারা দেশের সেবায়, দশের স্বার্থে যারা এভাবে লড়ে যাচ্ছেন, এবার তাদের মুখে হাসি ফোটাতে তার এক বিশেষ উদ্যোগ ।
তার উদ্যোগটি হলো মুম্বাইয়ের একাধিক হাসপাতালের কর্মীদের জন্য চকলেটসহ এক বাক্স বেশ কিছু মুখরোচক খাবার পাঠানো।
শ্রীপদ গঙ্গাপুরকর নামে কেইএম হাসপাতালের এক চিকিৎসক তার সোশ্যাল মিডিয়ায় সেই খাবারের বাক্সের একটি ছবি শেয়ার করেছেন। সাথে অভিনেত্রীকে ধন্যবাদ ও জানিয়েছেন।
ছবিতে দেখা গেছে চকলেটের পাশাপাশি সেই বাক্সতে রয়েছে মিষ্টি বান, অ্যাপেল ড্রিংকসসহ বিভিন্ন ধরনের স্ন্যাকস। শুধু তাই নয় খাবারের সাথে আছে এক ‘থ্যাংক ইউ নোট’ও। সেই চিরকূটে আলিয়া লিখেছেন, 'আমাদের সুরক্ষিত রাখতে আপনারা প্রাণের ঝুঁকি নিয়ে যে সেবা দিয়ে চলেছেন, সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারাই প্রকৃতপক্ষে বাস্তবের হিরো।'
ভারতে ইতোমধ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৮ হাজার ছাড়িয়েছে। মারা গেছেন সাড়ে তিন হাজারের বেশি মানুষ।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ