Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ৩০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৩৪, ২২ মে ২০২০
আপডেট: ২০:৩৬, ২২ মে ২০২০

চিকিৎসকদের জন্য আলিয়ার বাক্সবন্দি ভালবাসা

করোনাভাইরাসের সাথে দিনরাত লড়ে যাচ্ছেন জরুরী পরিসেবার সঙ্গে যুক্ত কর্মীরা। যোদ্ধার মতো লড়ে যাচ্ছেন চিকিৎসকরা । তাদের সাহায্যে এগিয়ে এসেছেন অনেকেই।

এবার এই কাজে এগিয়ে এলেন আলিয়া ভাট। যারা দেশের সেবায়, দশের স্বার্থে যারা এভাবে লড়ে যাচ্ছেন, এবার তাদের মুখে হাসি ফোটাতে তার এক বিশেষ উদ্যোগ ।

তার উদ্যোগটি হলো মুম্বাইয়ের একাধিক হাসপাতালের কর্মীদের জন্য চকলেটসহ এক বাক্স বেশ কিছু মুখরোচক খাবার পাঠানো।  

শ্রীপদ গঙ্গাপুরকর নামে কেইএম হাসপাতালের এক চিকিৎসক তার সোশ্যাল মিডিয়ায় সেই খাবারের বাক্সের একটি ছবি শেয়ার করেছেন। সাথে অভিনেত্রীকে ধন্যবাদ ও জানিয়েছেন।

ছবিতে দেখা গেছে চকলেটের পাশাপাশি সেই বাক্সতে রয়েছে মিষ্টি বান, অ্যাপেল ড্রিংকসসহ বিভিন্ন ধরনের স্ন্যাকস। শুধু তাই নয় খাবারের সাথে আছে  এক ‘থ্যাংক ইউ নোট’ও। সেই চিরকূটে আলিয়া লিখেছেন, 'আমাদের সুরক্ষিত রাখতে আপনারা প্রাণের ঝুঁকি নিয়ে যে সেবা দিয়ে চলেছেন, সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারাই প্রকৃতপক্ষে বাস্তবের হিরো।'

ভারতে ইতোমধ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৮ হাজার ছাড়িয়েছে। মারা গেছেন সাড়ে তিন হাজারের বেশি মানুষ।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ