Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ৩০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৫২, ২৩ মে ২০২০

করাচিতে বিমান দুর্ঘটনায় পাকিস্তানি মডেল জারা আবিদ মারা গেছেন

শুক্রবার (২২ মে) ৯৯ আরোহী নিয়ে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) এ৩২০ মডেলের বিমান জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে করাচি মডেল কলোনির ওপর বিধ্বস্ত হয়।

 এই ঘটনায় ৯৭ জনের মৃত্যু ও দুই আরোহীর বেঁচে যাওয়ার খবর পাওয়া গেছে। মৃতদের মধ্যে আছেন পাকিস্তানের জনপ্রিয় মডেল জারা আবিদও। 

পাক সাংবাদিক জেইন খান খবরটি নিশ্চিত করে এক টুইটের মাধ্যমে জানান, পাক এয়ারলাইন্সের যে বিমানটি করাচি বিমানবন্দরে অবতরণের আগে ভেঙে পড়ে, সেখানে ছিলেন জারা আবিদ।

তার মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন এই সাংবাদিক। শুধু তিনিই নন শোক জানিয়েছে বলিউডের অনেক তারকারা। অনিল কাপুর থেকে অনুপম খের, নেহা ধুপিয়া, আরমান মালিক সবাই জারার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ