Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ৩০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৬, ২৪ মে ২০২০
আপডেট: ২০:৩০, ২৪ মে ২০২০

বলিউডের বর্ষীয়ান অভিনেতা কিরণ কুমার করোনায় আক্রান্ত

বলিউডে আবারও করোনার হানা।এবার আক্রান্ত বর্ষীয়ান অভিনেতা কিরণ কুমার।

কণিকা কপূর,মোরানি পরিবারের পর এবার বলিউডের বর্ষীয়ান অভিনেতা কিরণ কুমারও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গত ১৪ মে কিছু শারীরিক সমস্যার কারণে চিকিৎসার জন্য তিনি হাসপাতালে যান।সেই হাসপাতালের নিয়ম অনুযায়ী তাঁর বাধ্যতামূলক কোভিড টেস্ট করানো হয়।এর পরই জানা যানা যায় করোনায় আক্রান্ত হয়েছেন তিনি।

করোনার কোনো লক্ষণ তাঁর মধ্যে পরিলক্ষিত না হওয়ার সরকারি নির্দেশিকা মেনে আপাতত বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছেন তিনি।

কিরণ কুমার জানান,“আমার পরিবার অ্যাপার্টমেন্টের দোতলায় থাকেন।আমি এই মুহূর্তে তিন তলায় রয়েছি। সামাজিক দূরত্ব বজায় রাখছি প্রতি মুহূর্তে।এই মাসেরই ২৬-২৭ তারিখ নাগাদ আমার দ্বিতীয়বার কোভিড পরীক্ষা করা হবে।কিন্তু আমার শরীরে সংক্রমণের কোনোরকম চিহ্ন নেই।”

কিরণ কুমার বলিউডের জনপ্রিয় অভিনেতা জীবন কুমারের ছেলে।‘ব্রাদার্স’, ‘ববি জাসুস’, ‘কথাসাগর’, ‘এলওসি কার্গিল’, ‘ধড়কন’ সহ বহু ছবিতে অভিনয় করেছেন তিনি।

 

সূত্র:আনন্দবাজার পত্রিকা

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ