Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ৩০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:০৫, ২৫ মে ২০২০

এবার স্যানিটাইজার ব্যবসায় নামলেন সালমান খান

করোনাভাইরাসের কারণে চলছে ভারতে লকডাউন। এই লকডাউনের মধ্যেই চমক দিচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান। প্রথমে তিনি তার ফার্ম হাউসে দু’টি গান রিলিজ করে নিজের গায়ক সত্ত্বার পরিচয় দিয়েছিলেন।

এবার এই বলিউড সুপারস্টার বাজারে নিয়ে এলেন হ্যান্ড স্যানিটাইজার। প্রথমে চেয়েছিলেন ডিওডোরেন্ট (সুগন্ধি ও জীবাণুনাশক বডি স্প্রে) বাজারজাত করতে। কিন্তু করোনা পরিস্থিতির কথা চিন্তা করে স্যানিটাইজারের ব্যবসা শুরু করলেন।

নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই ঘোষণা করে সলমন খান লিখেছেন, ‘আমি আমার নতুন গ্রুমিং এবং পারসোনাল কেয়ার ব্র্যান্ড এফআরএসএইচ চালু করছি। এটি আপনার, আমার, আমাদের সবার ব্র্যান্ড যা আপনাদের কাছে সেরা পণ্য নিয়ে আসবে। স্যানিটাইজার এসে গেছে। যা আপনারা এখানে পাবেন।’

সোমবার (২৫ মে) দেশজুড়ে পালিত হচ্ছে ঈদুল ফিতর। ঈদের সময়ই মুক্তি পাওয়ার কথা ছিল তার নতুন ছবি ‘রাধে’। অক্ষয় কুমারের ‘লক্ষ্মী বম্ব’ ছবির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা ছিল ছবিটির।

কিন্তু করোনাভাইরাসের কারণে দেশব্যাপী লকডাউনের আবহে সেই সম্ভাবনা নেই আর। কোনো ছবিই এ পরিস্থিতিতে আর মুক্তি পাচ্ছে না।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ