Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ৩০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:২৪, ২৬ মে ২০২০
আপডেট: ০২:৩০, ২৬ মে ২০২০

ক্ষমা চাইলেন নোবেল

‘আমি মনে হয় বেশি বেশি করে ফেলেছি। মানুষ আমার ওপরে ক্ষিপ্ত অবস্থায় আছেন।সে জন্য আমি আন্তরিক ক্ষমাপ্রার্থী এবং দুঃখিত।’

এভাবেই নিজের ফেসবুক পেজে ভিডিও বার্তায় নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন ‘সারেগামাপা’খ্যাত সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল।

গেল মঙ্গলবার তাঁর ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়ে সমালোচনার মুখে পড়েছেন।স্ট্যাটাসে তিনি লিখেছেন, বাংলাদেশের সংগীতশিল্পীদের গত দশ বছরে কোনো অর্জন নেই।এমনকি সংগীত লেজেন্ডদেরও তিনি গান শেখানোর কথা তাঁর স্ট্যাটাসে উল্লেখ করেছেন।এটি নোবেলের ঔদ্ধত্যপূর্ণ কথা উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে সংগীতপ্রেমী শ্রোতা ও সংগীতের মানুষেরা তাঁর বিরুদ্ধে ঝড় তুলেছেন।

এর একদিন পরই ইউটিউবার তাহসিনেশনের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বিবাদে জড়িয়ে পড়েন ‘সারেগামাপা’খ্যাত এই সংগীতশিল্পী।একে অপরের নামের বিকৃতিসহ আক্রমণাত্মক স্ট্যাটাস দিতে থাকেন দুজনই।

নোবেলকে এ ধরনের বিভ্রান্তিমূলক স্ট্যাটাস থেকে বিরত থাকতে গত পরশু সাইবার ক্রাইম (ডিএমপি) বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নাজমুল ইসলাম তাঁর ফেসবুকে সতর্কতামূলক একটি স্ট্যাটাস দেন।পরে দুঃখ প্রকাশ করে ওই স্ট্যাটাস নোবেল তাঁর নিজের ফেসবুক পেজে শেয়ারও দেন।কিন্তু এরপরও নোবেল আপত্তিকর স্ট্যাটাসগুলো তাঁর ফেসবুক পেজ থেকে মুছেন নি।

বিষয়টি র‍্যাব-২ এর নজরে এলে গতকাল সন্ধ্যায় নোবেলকে আগারগাঁও অবস্থিত র‍্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মনির জামান তাঁকে ডেকে নেন।সেখানে যাওয়া পর নোবেল তাঁর ভুল স্বীকার ভিডিও বার্তা দেন।

বিষয়টি স্বীকার করে নোবেল বলেন, ‘গতকাল সন্ধ্যার আগে আমি, আমার এক বন্ধু ও ভাই বনানীতে কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম।সে সময় র‍্যাব–২–এর অতিরিক্ত পুলিশ সুপার মনির জামান ভাই আমাকে ফোন করে র‍্যাব কার্যালয়ে যেতে বলেন।আমি সঙ্গে সঙ্গে সেখানে চলে যাই।’

তিনি আরও বলেন,‘র‍্যাব কার্যালয়ে যাওয়ার পর তাঁর সঙ্গে ঘণ্টাখানেক কথা হয়।তিনি আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেছেন। তিনি আমার দেওয়া কয়েক দিনের স্ট্যাটাসের বিষয়টি বুঝিয়েছেন।এরপর আমি আমার ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে ভিডিও বার্তা দিয়েছি।’

এ ব্যাপারে র‍্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মনির জামান জানান,‘নোবেল গানের মানুষদের অপমান করে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের স্ট্যাটাস দিতে পারেন না।তাহসিনেশনের সঙ্গে বাদানুবাদ করে যে ধরনের স্ট্যাটাস তাঁরা ব্যবহার করেছেন,সামাজিক যোগাযোগমাধ্যমে এগুলো গ্রহণযোগ্য নয়।’

তিনি বলেন, ‘আমরা নোবেলকে ডেকেছিলাম।তিনি সব ভুল স্বীকার করেছেন।’ যদিও তিনি বলেছিলেন, ‘এটি তাঁর গানের প্রচারের কৌশল।কিন্তু গানের প্রচারের জন্য এ ধরনের কৌশল হতে পারে না।পরে তিনি ক্ষমা চেয়ে ভিডিও বার্তা দিয়েছেন এবং আমাদের কথা দিয়েছেন ভবিষ্যতে এ ধরনের স্ট্যাটাস আর দেবেন না।’

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ