Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ৩০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৪, ২৬ মে ২০২০

আজ প্রচারিত হবে মাহফুজুর রহমানের গান

মঙ্গলবার (২৬ মে) ঈদের দ্বিতীয় দিন টেলিভিশনে প্রচারিত হবে আলোচিত এক অনুষ্ঠান। সেটি হলো এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের গান। আজ রাত ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান।

আজকের এই সংগীতানুষ্ঠানটি সাজানো হয়েছে মাহফুজুর রহমানের মৌলিক ১০টি গান নিয়ে । অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছে 'হিমেল হাওয়া ছুঁয়ে যায় আমায়'।

মাহফুজুর রহমানের প্রথম গানের অনুষ্ঠান ছিল ‘হৃদয় ছুঁয়ে যায়’। এটি প্রচারিত হয় ২০১৬ সালে। এরপর ২০১৭ সালের ঈদুল ফিতরে ‘প্রিয়ারে’ এবং একই বছর ‘স্মৃতির আলপনা আঁকি’ গানের অনুষ্ঠান নিয়ে হাজির হন তিনি। এছাড়া ২০১৮ সালে তার ‘বলো না তুমি কার’ অনুষ্ঠানটি এবং সর্বশেষ ২০১৯ মাহফুজুর রহমানের গানের অনুষ্ঠান এটিএন বাংলায় প্রচারিত হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ