Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ৩০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:১৭, ২৬ মে ২০২০

করণ জোহরের বাড়ির দুজন কর্মী করোনা আক্রান্ত

করোনাভাইরাস আক্রমণ করলো বলিউডের নামকরা নির্মাতা করণ জোহরের বাড়িতে। ভারতীয় গণমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী নির্মাতার বাড়ির দুজন কর্মীর শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। পরীক্ষা করে জানা যায় তারা করোনা পজিটিভ ।

করোনার লক্ষণ দেখা দিতেই দুজনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। বিষয়টি টুইটারে করণ জোহর নিজেই জানান।

দুই কর্মীকে প্রথমে বিল্ডিংয়ের একটি আলাদা বিভাগে কোয়ারেন্টাইনে রাখা হয়। তারপর খবর দেওয়া হয় স্থানীয় পৌরসভাকে। তারা এসে গোটা বিল্ডিং স্যানিটাইজ করে।

সোমবার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আমরা প্রত্যেকেই লালারস বা সোয়াব টেস্ট করেছি আজ সকালে। সবারই রিপোর্ট নেগেটিভ এসেছে। তা সত্ত্বেও আমরা প্রত্যেকেই ১৪ দিনের জন্য সেলফ আইসোলেশনে থাকব। সমাজের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে। অন্য মানুষদের সুরক্ষার জন্য আমরা সদা সতর্ক এবং প্রতিজ্ঞাবদ্ধ। দায়িত্ব নিয়ে বলছি, আমরা সবরকম নিয়ম মেনে চলব।”

মুম্বাইয়ের বাড়িতে মা হিরু জোহর এবং যমজ সন্তান যশ ও রুহির সঙ্গে থাকেন করণ। বয়স্ক মা ও সন্তানদের নিয়ে খানিকটা দুশ্চিন্তাতেই রয়েছেন তিনি।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ