Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ৩০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:১৩, ২৮ মে ২০২০

নোবেলের জন্য ভারতে অপেক্ষা করছে গ্রেফতারি পরোয়ানা

জি বাংলার রিয়েলিটি শো ‘সারেগামাপা’য় পরিচিত হওয়া নোবেলকে নিয়ে বিতর্কের আর শেষ নেই। ক্যারিয়ারের শুরুতেই বেফাঁস কথাবার্তা, একাধিক নারীর সঙ্গে সম্পর্ক, সিনিয়র শিল্পীদের সম্পর্কে বাজে মন্তব্য করে সমালোচনার শিকার হয়েছেন বহুবার।

সম্প্রতি নোবেলের তৃতীয় বিয়েও তাকে অনেক সমালোচলার শিকার করছে। এবার শোনা যাচ্ছে ভারতে নোবেলের জন্য অপেক্ষা করছে গ্রেফতারি পরোয়ানা ।

ভারতীয় বাংলা গণমাধ্যমগুলো ২৭ এবং ২৮ মে তাদের খবরে প্রকাশ করেছে দেশটিতে পা রাখলেই আটক করা হবে তাকে।

জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট করায় নোবেলের বিরুদ্ধে ত্রিপুরা পুলিশের কাছে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। 

মামলাটি করেছে ত্রিপুরার দক্ষিণ জেলার বিলোনিয়া শহরের বাসিন্দা সুমন পাল। এমনটাই জানিয়েছে ত্রিপুরা পুলিশ।

ইতিমধ্যেই সুমন পালের দায়ের করার অভিযোগের প্রতিলিপি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ হাই কমিশন ও ত্রিপুরা জেলা পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে। 

নোবেলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০০, ৫০৪, ৫০৫ ও ১৫৩ ধারায় মামলা করা হয়েছে বলে জানা যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জন্য নোবেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন অভিযোগকারী সুমন পাল। নোবেলের বিরুদ্ধে দায়ের হওয়া এই অভিযোগের ভিত্তিতে এদেশে এলেই নোবেলকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ত্রিপুরা পুলিশ।

আইনিউজ/এসডিপি  

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ