Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ৩০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৬, ২৮ মে ২০২০
আপডেট: ১৬:৫০, ২৮ মে ২০২০

ঈদের দিনে ৫০০০ পরিবারের মুখে হাসি ফোটালেন সালমান

ঈদের দিনে ৫০০০ দুঃস্থ পরিবারের মুখে মিষ্টি হাসি ফোটালেন সালমান।

এই করোনা সংকটকালেও লকডাউনের মধ্যে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করতে ঈদের তিন দিন আগেই পানভেলের ফার্মহাউস থেকে সোজা ছুটে এসেছেন বাড়িতে।বলিউডের ভাইজান পৃথিবীর যে প্রান্তে,যে অবস্থায়ই থাকেন না কেন, ঈদুল ফিতরের আগে তাঁর বাড়িতে বাবা–মায়ের কাছে ফেরা চাই-ই চাই।

করোনাকালে সালমান নানাভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।ঈদ ভালোবাসা ভাগ করে নেওয়ার উৎসব,সম্প্রীতি আর ভ্রাতৃত্বের উৎসব এ কথা ভালোভাবেই জানেন ভাইজান।তাই ঈদের দিন ৫০০০ দুঃস্থ পরিবারের মুখে মিষ্টি হাসি ফোটালেন সালমান।

ঈদের দিনেও তিনি দুস্থ মানুষের জন্য ভূরিভোজের আয়োজন করেছিলেন।এমনকি তিনি ঈদের কিটও তুলে দিয়েছেন তাদের হাতে।প্রতিটা কিটের মধ্যে ছিল ৫০-এর বেশি মানুষের জন্য কোরমা তৈরির উপাদান।এ ছাড়া ২৫ হাজার পরিবারের দৈনিক রেশনের বন্দোবস্ত করেছেন এই বলিউড সুপারস্টার।

লকডাউনের শুরুতেই সালমান বলিউডের দিনমজুরদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ প্রদান করেছেন।তিনি ৩০ হাজারের বেশি মজদুরকে সাহায্য করে চলেছেন।আর সে জন্য ভাইজান ১০ কোটি রুপির বেশি অর্থ খরচ করবেন বলে কথা দিয়েছেন।এ ছাড়া সালমান অভুক্ত মানুষের খাবারের ব্যবস্থাও করছেন।

এর আগে নিজের ফার্মহাউসে ‘তেরে বিনা’ ও ‘ভাই ভাই’ নামে দুটো গানের শুটিং করেছিলেন সালমান।ঈদ উপলক্ষে বেশ কয়েক বছর পর এবারই সালমান খানের কোনো সিনেমা মুক্তি পায়নি বটে, তবে মুক্তি পেয়েছে এই দুটো গান।ঈদের আগে মুক্তি পায় ‘তেরে বিনা’ আর ঈদের দিন সকালে মুক্তি পেল ‘হিন্দু মুসলমান ভাই ভাই’ গানটি।দুই সপ্তাহে সালমানের ইউটিউব চ্যানেল থেকে ‘তেরে বিনা’ গানটি দেখা হয়েছে ৩ কোটি ১০ লাখবার। আর মাত্র দুই দিনে ‘ভাই ভাই’ দেখেছেন ১ কোটি ৮০ লাখ দর্শক।

 

সূত্র:প্রথম আলো, হিন্দুস্তান টাইমস

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ