Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ৩০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:৪৯, ২৯ মে ২০২০

করোনা আক্রান্ত হলেন নির্মাতা আকরাম খান ও তার স্ত্রী

ঢাকাই সিনেমার নির্মাতা আকরাম খান ও তার স্ত্রী ঋতা এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রাতে তিনি নিজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

সেখানে তিনি লিখেছেন, ‘প্রতিবেদন এসেছে আমাকে আর ঋতাকে করোনা করুণা করে নাই।’

আকরাম খানের স্ত্রী ঋতা পেশায় একজন চিকিৎসক। নিয়মিতই হাসপাতালে নিজের দায়িত্ব পালন করে যাচ্ছিলেন তিনি। চলচ্চিত্র নির্মাতা আকরাম দম্পতির করোনায় আক্রন্ত হওয়ার বিষয়টি জানার পর শোবিজ জগতের অনেকেই তাদের সাহস জোগানোর চেষ্টা করে যাচ্ছেন।

অভিনেত্রী শাহনাজ খুশী তাদের উদ্দেশ্যে লিখেছেন, ‘আমি আশ্চর্য হই নাই। ঋতা রেগুলার স্পটে কাজ করছে। তারপর ঘরে ফিরছে! ডাক্তারদেরও আইসোলেশনের ব্যবস্থা নাই! এটাই তো হবার কথা! খুব চিন্তা হচ্ছে। ওদের সন্তানদের কথা ভেবে ও তার আম্মাকে ভেবে।তুমি অসীম মনোবলওয়ালা ছেলে আকরাম, ঋতাও। আমার বিশ্বাস, তোমরা বিজয়ী হবা অনেক ভালোবাসি ভাই তোমাদের।’

নির্মাতা আকরাম খানের নির্মিত উল্লেখযোগ্য দুটি চলচ্চিত্র হলো ‘খাঁচা’ ও ‘ঘাসফুল’। এর মধ্যে খাঁচা ছবিটির ঝুলিতে উঠেছে বেশকিছু পুরস্কারও।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ