Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ৩০ ১৪৩২

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৫, ২৯ মে ২০২০

গানে নিজের স্ত্রীকে মডেল বানালেন নোবেল

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এবার নিজের গানের মিউজিক ভিডিওতে স্ত্রীকে মডেল বানালেন আলোচিত-সমালোচিত গায়ক নোবেল। নিজের প্রথম মৌলিক গান ‘তামাশা’র মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন সালসাবিল মাহমুদ। বৃহস্পতিবার নোবেলের নিজ বাসায় এর শুটিং হয়েছে।

নোবেল বলেন, আমার প্রথম গান বড় আকারেই শুটিং করতে চেয়েছিলাম। কিন্তু করোনা পরিস্থির কারণে ছোট পরিসরে নিজ বাসাতেই শুটিং করছি। গানে আমার বউকে মডেল করেছি।

তিনি আরো বলেন, করোনার কারণে এখন মডেল নেয়া সম্ভব নয়। তা ছাড়া আমার বউ যথেষ্ট সুন্দরী। বড় কথা, আমার প্রথম মৌলিক গানে আমরা দুজনই থাকলাম।

‘তামাশা’ গানটি লেখার পাশাপাশি সুর করেছেন জিহান। সংগীতায়োজন করেছে নোবেলম্যান টিম। মিক্সমাস্টারিং করেছেন ইমন চৌধুরী। ভিডিওটি নির্মাণ করছেন নাজমুল হাসান।

এ বিষয়ে আরো জানা যায়, দু–এক দিনের মধ্যেই গানটির প্রোমো ‘নোবেলম্যান’ ইউটিউবে প্রকাশিত হবে। এরপর ৭ জুন একই চ্যানেল থেকে গানটির ভিডিও প্রকাশিত হবে।

আইনিউজ/এসবি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ