Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ৩০ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২১:০০, ৩০ মে ২০২০
আপডেট: ২১:২৯, ৩০ মে ২০২০

শুরু হয়েছে লাইভ কনসার্ট ফর রণেশ ঠাকুর

শুরু হয়েছে লাইভ কনসার্ট ফর রণেশ ঠাকুর। সিলেটটুডে২৪.কমনগরনাটদাশ এন্ড কোং এর ফেসবুক পেজ থেকে এ আয়োজন সরাসরি প্রচারিত হচ্ছে।

দুর্বৃত্তদের আগুনে ঘর হারানো সুনামগঞ্জের বাউল রণেশ ঠাকুরের জন্য 'বাদ্যহারা বাউলা গান' নামে এ আয়োজনে গান গাইছেন বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও প্রবাসের বিশিষ্ট শিল্পীরা। অংশ নিচ্ছেন বৃহত্তর সিলেট অঞ্চলের বাউল শিল্পীরাও।

লাইভ এই আয়োজনে অন্য অনেক শিল্পীদের সাথে সংহতি প্রকাশ করে গান গাইতে আসেন জলের গান'র শিল্পী রাহুল আনন্দ।

'আমি কোনো প্রতিবাদ করবো না, আমি কোনো বিচার চাইবো না'- এমনটি বলে কথা শুরু করেন দেশের জনপ্রিয় এই শিল্পী। তবে ব্যতিক্রমী এক প্রতিবাদের মধ্য দিয়ে অনুষ্ঠানের সকল দর্শকদের আবেগতাড়িত করে তুলেন রাহুল আনন্দ। পরবর্তীতে এ অনুষ্ঠানে যারা গান গাইতে আসেন তাদেরও ছুঁয়ে যায় রাহুলের এই প্রতিবাদ।

সংক্ষিপ্ত ভূমিকার পর নিজের গান শুরু করেন রাহুল আনন্দ। 'মুনিয়া যানেরে তোর মনেরেই বেদন, অই তন্ত্রমন্ত্রে পাই না তোরে, আমার ঘরে কে দিলো আগুন'- এমন কথায় গানটি পরিবেশনের সময় রাহুলের প্রতিবাদী কর্মকমান্ড নজড় কাড়ে সবার।

গান গাওয়ার সময় নিজের পুরো মুখ কালি দিয়ে দিয়ে ঢেকে দেন রাহুল আনন্দ। রণেশ ঠাকুরের গানের ঘরে আগুন দেওয়ার মাধ্যমে শিল্পী ও শিল্পের প্রতি যে কলঙ্কজনক ঘটনা ঘটেছে মুখে কালি মাখিয়ে এই ঘটনার প্রতিবাদ জানান তিনি। এসময় নিজের গান ও ছবি আঁকার খাতা ছিড়েও প্রতিবাদ জানান রাহুল আনন্দ।

আয়োজকেরা জানান, বাদ্যযন্ত্র ছাড়া এই ব্যতিক্রমী কনসার্টে বাউল রণেশ ঠাকুরের প্রতি সংহতি জানাচ্ছেন  বাউল শফি মন্ডল, শিল্পী বাপ্পা মজুমদার, শিল্পী আশিক, পিন্টু ঘোষ, জলের গানের রাহুল আনন্দ, শিল্পী কনক আদিত্য, মেঘদলের শিবু কুমার শীল, অবসকিউর ব্যান্ডের টিপু, বাউলা’র প্রকাশ, কানাডা থেকে আশিকুজ্জামান টুলু, যুক্তরাষ্ট্র থেকে তাজুল ইমাম, লন্ডন থেকে অমিত দে, গৌরী চৌধুরী, ক্ষ ব্যান্ডের সোহিনী আলম, অস্ট্রেলিয়া থেকে পারমিতা দে, জার্মানি থেকে শবনম সুরিতা ডানা, ভারত থেকে দোহার ব্যান্ডের রাজীব, সিলেটের বাউল সূর্যলাল দাস, বাউল বশীর উদ্দিন সরকার এবং বাউল রণেশ ঠাকুরও গান করবেন।
প্রসঙ্গত গত ১৭ মে মধ্যরাতে সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে বাউল রণেশ ঠাকুরের গানের ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ