Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ৩০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:৩০, ১ জুন ২০২০

আপনাকে ভোট দিয়েই ক্ষমতাচ্যুত করব- টেলর সুইফট

করোনা মহামারীর মধ্যেই যুক্তরাষ্ট্রে চলছে  কৃষ্ণাঙ্গ নাগরিক নির্মমভাবে হত্যায় জনগণের বিক্ষোভ। দেশটিতে জ্বলছে বিদ্বেষের আগুন। সেই আগুনে ঘি ঢালার কাজ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প!

টুইটারে বিক্ষোভকারীদের হুঁশিয়ারি দিলেন, ‘লুঠ শুরু হলে, গুলি শুরু হবে।’ এই টুইটের প্রেক্ষিতে হলিউডের অনেক তারকাই প্রতিবাদ জানিয়েছেন। সেখানে এক টুইটে ট্রাম্পকে ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার হুমকি দিয়েছেন মার্কিন গায়িকা টেলর সুইফট।

ট্রাম্পকে তীব্র কটাক্ষ করে তিনি লেখেন, 'আপনি প্রেসিডেন্ট হয়েও সাদা চামড়ার আধিপত্যবাদ ও বর্ণবাদে আগুন ধরিয়ে দিয়েছেন। এরপরও কীভাবে আপনি সংহতির হুমকি দিতে পারেন। এই আপনার নৈতিক শ্রেষ্ঠত্ব? কীভাবে আপনি গুলি চালানোর নির্দেশ দিতে পারেন! আপনাকে আমরা ভোট দিয়েই ক্ষমতাচ্যুত করব নভেম্বরে'। টেলর সুইফটের এই টুইট বর্তমানে মেগাহিট।

সেদিন ট্রাম্পের টুইটের পর মিনেসোটার থানায় আগুন লাগান বিক্ষোভকারীরা। প্রাণ বাঁচাতে পালান পুলিশকর্মীরা! চলে ভাঙচুর, লুঠপাট। ক্ষোভের আগুন ছড়িয়েছে ক্যালিফোর্নিয়া, ইলিনয়, লস অ্যাঞ্জেলিস, শিকাগো, মেমফিস, টেনেসিতেও।

সেখানেও পথে নেমেছেন শত শত কৃষ্ণাঙ্গ। অবশ্য ট্রাম্পের এই বিতর্কিত টুইট লুকিয়ে দিয়েছে টুইটার। তার জায়গায় লিখে দেওয়া হয়েছে, ‘হিংসায় প্ররোচনা দেওয়ার বিধি লঙ্ঘন করেছে এই টুইট।’

এ নিয়ে প্রাক্তন প্রেসিডেন্ট ওবামা বলেছেন, ‘বর্ণবিদ্বেষ ২০২০-র আমেরিকায় স্বাভাবিক ঘটনা হতে পারে না।’

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ